অবশেষে জ্বলে উঠলেন বোলার সাকিব, জিতল দলও
২৮ জুলাই ২০২৪ ১০:২২
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বল হাতে বিবর্ণ সাকিব আল হাসান। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে পারফরর্ম করতে পারছিলেন না। এমনকি বেশিরভাগ ম্যাচে নিজের কোটার ৪ ওভার বোলিংও শেষ করতে পারছিলেন না সাকিব। অনেকদিন পর আজ বোলিংয়ে জ্বলে উঠলেন। মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের দলে খেলেছেন বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলামও। গত ম্যাচে দারুণ বোলিং করা শরিফুল আজও ঝলক দেখিয়েছেন। দুই বাংলাদেশি বোলারের উজ্জ্বল দিনে জয়ের দেখা পেয়েছে সাকিব-শরিফুলদের দল বাংলা টাইগার্স মিসিসাগার।
ভ্যানকুবার নাইটসকে ২২ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫২ রান তুলেছিল বাংলা টাইগার্স। দলের হয়ে পাকিস্তানের ইফতিখার আহমেদ ৪০ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। আগের ম্যাচে ব্যাট হাতে তিনে নেমে ব্যর্থ সাকিব আজ ছয়ে নেমেও রান পাননি। আউট হয়েছেন ২ রান করে।
তবে বল হাতে দলের জয়ে দারুণ ভুমিকা রেখেছেন বাংলাদেশি অলরাউন্ডার। সাকিব-শরিফুলদের বোলিংয়ে ১৩০ রানেই গুটিয়ে যায় ভ্যানকুবার নাইটস। দলটির হয়ে হার্শ থ্যাকার ৬৭ বলে ৭৯ রান করেন।
সাকিব ৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। শরিফুলও পেস বোলিংয়ে শুরুটা দারুণ করেছেন। প্রথম পাওয়ার প্লেতে নিজের প্রথম দুই ওভারে মাত্র ১ রান খরচায় ১ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ১২ রানে এক উইকেট নিয়েছেন তিনি।
শরিফুল আউট করেছেন মুনি আহমেদকে। আর সাকিব ফিরিয়েছেন রেজা হেনড্রিকস, আসিফ আলি ও ডোয়াইন প্রিটোরিয়াসকে।
সারাবাংলা/এসএইচএস