বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির উদ্বেগ নেই, জানালেন পাপন
২৯ জুলাই ২০২৪ ১২:৩০
কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি উদ্বিগ্ন- এমন খবর প্রকাশ করেছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বিষয়টি নিয়ে আইসিসি সভায় কোনো কথাই উঠেনি। সবকিছু ঠিক আছে, বলেছেন পাপন।
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে, কোটা সংস্কারকে কেন্দ্র করে দেশে অস্থিরতা বিরাজ করছিল। এর মধ্যেই ক্রিকবাজ বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির উদ্বেগের খবর প্রকাশ করে।
কদিন আগে শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত হয়ে গেল আইসিসির এবারের সভা। তাতে যোগ দিয়েছিলেন বিসিবি সভাপতি। সেই সময় দেশে ইন্টারনেট বন্ধ ছিল।
সেই সময়কার কথা উল্লেখ করে পাপন বলেন, ‘আমি যখন সেখানে (শ্রীলঙ্কা) যাই দেশের অবস্থা ছিলো শোচনীয়, বাংলাদেশের বাইরে যোগাযোগের অবস্থা ছিলো না। খবর দেখে তারা উদ্বিগ্ন ছিলো।’
‘আমাকে দেখার পর তারা বুঝল যে সব কিছু ঠিকাছে। এরপর আইসিসি সভায় এই নিয়ে কোন কথা হয়নি।’- যোগ করেছেন বিসিবি সভাপতি।
নাজমুল হাসান পাপন বলেছেন, অক্টোবরে আইসিসি পরবর্তী সভা ঢাকায় হবে। আইসিসির পরবর্তী নির্বাচনও বাংলাদেশে হওয়ার সম্ভবনা আছে বলেছেন তিনি।
পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তাঁর শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’
আইসিসি কেন্দ্রীক বিষয়গুলোতে এখন তার বাড়তি মনোযোগ বলেছেন নাজমুল হাসান পাপন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’
সারাবাংলা/এসএইচএস