পাকিস্তান সিরিজে মুশতাককে পাচ্ছে বাংলাদেশ
৩১ জুলাই ২০২৪ ১৮:১০
খণ্ডকালিন কোচিংয়ে পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। পাকিস্তানি এই কোচকে দীর্ঘমেয়াদে নিয়োগ দেওয়ার চিন্তা করছিল বিসিবি। কিন্তু জানা যায়, আগেই বিভিন্ন জায়গায় চুক্তিবন্ধ ছিলেন মুশতাক। এই মুহূর্তে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কাজ করছেন। ফলে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরে তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা কেটে গেছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হলো, বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরে মুশতাককে কোচিং প্যানেলে পাচ্ছে বাংলাদেশ। আগামী বছর থেকে মুশতাককে দীর্ঘমেয়াদের জন্য পাওয়ার আশাবাদও ব্যক্ত করছে বিসিবি। উল্লেখ্য, আাগমী মাসে টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।
আজ বুধবার (৩১ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুশতাককে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (পাওয়া যাবে)।’
আগামী বছর থেকে মুশতাককে দীর্ঘমেয়াদে পাওয়ার আশাবাদের কথাও জানালেন জালাল ইউনুস, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’
সাকিব আল হাসানকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাচ্ছে কিনা তেমন একটা আলোচনা শোনা যাচ্ছিল। জালাল ইউনুস জানালেন, সাকিবকে শুরু থেকেই পাওয়া যাবে।
‘সে (সাকিব) টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’
সারাবাংলা/এসএইচএস