কানাডায় ফের শরিফুল ঝলক
১ আগস্ট ২০২৪ ১১:০৭
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আবারও ঝলক দেখালেন বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম। ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। টুর্নামেন্টে শরিফুলের দল বাংলা টাইগার্সে মিসিসাগরের অধিনায়ক সাকিব আল হাসানও ভালো বোলিং করেছেন। শরিফুল-সাকিবের দারুণ বোলিংয়ের দিনে ৪ উইকেটে জিতেছে বাংলা টাইগার্স।
আগে ব্যাটিং করতে নেমে শরিফুল-সাকিবের বোলিংয়ের বিপক্ষে ১০১ রানেই গুটিয়ে গিয়েছিল সুনীল নারিন, মার্কাস স্টয়নিসের সারে জাগুয়ার্স। পরে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।
কাল (৩১ জুলাই) ব্রাম্পটনে শরিফুলের হাতেই নতুন বল তুলে দিয়েছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের করা প্রথম ওভারেই উইকেট এনে দেন শরিফুল। ফেরান সুনীল নারিনকে।
ইনিংসের দশম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে আরও দুই উইকেট নেন শরিফুল। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নিজের ঝুলিতে ভরেছেন বাংলাদেশি পেসার।
সাকিব আল হাসানও তার নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছেন। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ফেরান স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেনকে। তারপর ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠা প্রতিপক্ষ দলের অধিনায়ক মার্কাস স্টয়নিসকেও ফিরিয়েছেন সাকিব। সাকিব ২১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
তবে ব্যাট হাতে আজও ব্যর্থ বাংলাদেশি তারকা। ৭ বল খেলে আউট হয়েছেন ১ রান করে। আজকের জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে বসেছে বাংলা টাইগার্স।
সারাবাংলা/এসএইচএস