Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুই-এক দিনের মধ্যেই হাই প্রোফাইল ব্যাটিং কোচ ঘোষণা’


২০ ডিসেম্বর ২০১৭ ১৮:২১

সিনিয়র করেসপন্ডেন্ট

গ্যারি কারস্টেন আসছেন না, সেটি আজ সকালেই একরকম নিশ্চিত হয়ে গেছে। ভারতীয় প্রচারমাধ্যমই জানিয়েছে, কারস্টেন যোগ দিচ্ছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুতে। তবে কারস্টেন বাংলাদেশে কাজ করতে পারেন ঠিকই, কিন্তু সেটি অন্য ভূমিকায়। আজ ধানমন্ডিতে নিজের কার্যালয়ে সেটিই নিশ্চিত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোচ নিয়ে এখনো চূড়ান্ত কিছু না বললেও জানিয়েছেন, কালই নতুন ব্যাটিং পরামর্শকের নাম জানাবেন। এবং সেটি হবে হাই প্রোফাইল কেউ।

থিলান সামারাবিরা চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশের ব্যাটিং উপদেষ্টার পদ খালি। এরপর মার্ক অনিল অস্ট্রেলিয়া সিরিজে খন্ডকালীন কাজ করে গেছেন। তবে নতুন যিনি আসছেন, তিনি হাই প্রোফাইল কেউ হচ্ছেন। বিসিবি সভাপতি যেমন জানালেন, আজই বিশ্ব ক্রিকেটের বড় একটা নামের কাছ থেকে মেইল পেয়েছে বিসিবি। নাজমুল হাসানের ভাষায়, ‘আপনারা সবাই শুনলে বলবেন দারুণ কেউ।’

সেই কোচের নামটাও দুই এক দিনের মধ্যেই জানা যাবে বলে জানিয়ে দিলেন বিসিবি সভাপতি। শ্রীলঙ্কা সিরিজের আগেই কাজ শুরু করে দিতে পারেন। তবে পূর্ণকালীন নয়, আপাতত কোচের কাজ হচ্ছে খন্ডকালীন, ‘তিনি আগ্রহ প্রকাশ করেছেন মূলত সিরিজ ধরে ধরে কাজ করার, ‘সেও বলেছে, “আসলে পুরো সময় ব্যাটিং উপদেষ্টার দরকার নেই তোমাদের। আমারও দরকার নেই পুরো বছরজুড়ে কাজ করার।” সেক্ষেত্রে একটা সিরিজের আগে বা আন্তর্জাতিক ক্রিকেটের মাঝখানে সে কাজ করবে।’

কিন্তু কারস্টেনের ভূমিকাটা সেক্ষেত্রে কী হচ্ছে? নাজমুল হাসান বলেছেন, পুরো ব্যাটিং কাঠামো নিয়েই কাজ করবেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। শুধু জাতীয় দল নয়, তাঁর কাজ করার পরিধি হবে অনূর্ধ্ব ৯ বা এইচপি দল। সবকিছু দেখেশুনেই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য কিছু রূপরেখা দেবেন। আপাতত বিগ ব্যাশের কোচ বলে ফেব্রুয়ারির আগে আসতে পারছেন না, এ নিয়ে কথাবার্তাও চূড়ান্ত করতে পারছেন না। তবে পাপন জানিয়েছেন, বাংলাদেশে কিছু না কিছু কাজ করার ব্যাপারে আশাবাদী কারস্টেন।

সারাবাংলা/এএম/২০ ডিসেম্বর, ২০১৭


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর