কোচ হিসেবে হাথুরুসিংহেকে দেখতে চান না নতুন বিসিবি প্রধান
২১ আগস্ট ২০২৪ ২০:০৪
চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান না- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগেই এমন কথা বলেছিলেন ফারুক আহমেদ। আজ সভাপতির দায়িত্ব পেয়ে বললেন, হাথুরুকে নিয়ে তার সেই মনোভাব এখনও তেমনই আছে।
আজ বুধবার (২১ আগস্ট) সকালে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তারপর পরিচালকদের সম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছেন ফারুক আহমেদ। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাথুরু প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
হাথুরুসিংহেকে বাদ দেওয়া হবে কিনা, এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি (তাকে না রাখার) আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে। কীভাবে কী করা দরকার, তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছাকাছি যারা ভালো করতে পারব— এটা দেখব, তারপর কথা বলব। আমি আসলে ওই অবস্থান থেকে সরিনি।’
গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহেকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। প্রথম মেয়াদের শেষভাগের মতো দ্বিতীয় মেয়াদেও বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন লংকান এই কোচ। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি বিসিবির।
প্রধান কোচ পরিবর্তনের বিষয়ে বিসিবির নতুন সভাপতি বলেন, ‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলে দেখি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই সম্ভাব্য তিন-চারজনের সংক্ষিপ্ত তালিকা থাকে। অন্যরা আসতে পারবে নাকি পারবে না— এটা দেখতে হবে।’
কোচ নিয়োগ প্রক্রিয়ায় দেশীয় কোচদেরকেও গুরুত্ব দেওয়া হবে বলেছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’
সারাবাংলা/এসএইচএস