নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত
২২ আগস্ট ২০২৪ ২১:৪১
দেশের রাজনৈতিক উতপ্ত পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এবার নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে গেল। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ছিল কিউই যুবাদের। কিন্ত নির্ধারিত সময়ে এই সিরিজ হচ্ছে না।
রাজনৈতিক পরিস্থিতির কারণে নিউজিল্যান্ড সরকার সে দেশের নাগরিকদের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা দিয়েছে। মূলত সেই কারণেই বাংলাদেশে আসা হচ্ছে না নিউজিল্যান্ড ‘এ’ দলের।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে বোর্ডের আসলে কিছু করার থাকে না। আমরা কিউই বোর্ডের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল অবশ্য হবে না। অন্য কোনো সুবিধাজনক সময়ে এটা আয়োজন করা হবে।’
বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
সারাবাংলা/এএইচএইচ