Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাওয়ালপিন্ডিতে শেষ বিকেলে বিপদ হতে দেননি সাদমান-জাকির

স্পোর্টস করেসপন্ডেন্ট 
২২ আগস্ট ২০২৪ ১৯:৫৪

দিনের খেলা শেষ হওয়ার আধাঘণ্টা মতো আগে ইনিংস ঘোষণা করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মোহাম্মদ রিজওয়ান ডাবল সেঞ্চুরির মুখে থাকা অবস্থাতেও পাকিস্তানিদের তড়িঘড়ি করে ইনিংস ঘোষণার একটাই কারণ, শেষ বিকেলে উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলা। কিন্তু বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান সেটা হতে দেননি।

দারুণ দৃঢতায় শেষ বিকেলটা কাটিয়ে দিয়েছেন দুই ওপেনার। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ৩০ বল খেলে ২টি চারে ১২ রান করে দিন শেষ করেছেন সাদমান ইসলাম। আর ৪২ বলে ১ চারে ১১ রানে অপরাজিত জাকির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাওয়ালপিন্ডিতে এর আগে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ রানে ৩ উইকেট হারানো দলটা এ পর্যন্ত এসেছে মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিলের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে।

গতকাল প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৮। সৌদ শাকিল ৫৭ রানে অপরাজিত ছিলেন, মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে। আজ দিনের প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই দেননি দুজন। এই জুটি ভেঙেছে চা বিরতির খানিক আগে। ততোক্ষণে সাড়ে তিনশ ছাড়িয়েছে পাকিস্তান।

চা বিরতির খানিক আগে মেহেদি হাসান মিরাজের বলে দুর্দান্ত ক্ষিপ্রতায় সৌদ শাকিলকে স্ট্যাম্পিং করেন লিটন দাস। ফেরার আগে ১১ টেস্টের ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌদ। ২৬১ বলে করেছেন ১৪১ রান। ইনিংসে ছক্কা নেই, চার হাঁকিয়েছেন ৯টি।

তারপর সাতে নামা আগা সালমানকে বেশিদূর এগুতে দেননি সাকিব আল হাসান। সাকিবের অফস্পিন অন সাইডে খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি ঠিকঠাক। ৩৬ বলে ১ চারে ১৯ রান করে ক্যাচ দিয়েছেন মেহেদি হাসান মিরাজের হাতে। এরপর শাহিন শাহ আফ্রিদি নেমে রীতিমতো টি-টোয়েন্টি ঘড়ানার ব্যাটিং করেছেন। অপর দিকে মোহাম্মদ রিজওয়ান অবিচলই ছিলেন।

বিজ্ঞাপন

ইনিংস ঘোষণার সময় ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তার ২৩৯ রানেই ইনিংসটিতে চারের মার ১১টি, আর ছক্কা ৩টি। শাহিন আফ্রিদি ২১ বলে ১ চার ২ ছয়ে ২৪ রানে অপরাজিত ছিলেন।

গতকাল পাকিস্তানের পতন হওয়া চার উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছিলেন দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। আজ পতন হওয়া দুই উইকেটের একটি পেয়েছেন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ অপরটি বাঁহাতি অফস্পিনার সাকিব আল হাসান।

সারাবাংলা/এএইচএইচ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর