বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ২৩ সদস্যের চূড়ান্ত দল
৪ জুন ২০১৮ ১৮:২৪ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:২৭
সারাবাংলা ডেস্ক ।।
ম্যানচেস্টার সিটির জার্সিতে এ মৌসুমে দুর্দান্ত খেলেও জাতীয় দলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা হলো না জার্মানির লিরয় সানের। সিটিজেনদের চ্যাম্পিয়ন করার পথে লিরয় সানে নিজে গোল করেছিলেন ১৪টি ও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি। অথচ, দুর্দান্ত পারফরমেন্সও তাকে রাশিয়ায় নিয়ে যেতে পারলো না। গত মৌসুমে পিএফএ’র বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন সানে।
এদিকে, সদ্য চোট কাটিয়ে ফিরলেও জোয়াকিম লোয়ের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলপোস্টের নিচে দারুণ পারফর্ম করেন পুরো মৌসুমে চোটের সঙ্গে লড়াই করা নয়্যার। জোয়াকিম লোর ২৩ সদস্যের দলে তিনি অটোমেটিক চয়েজ হিসেবেই সুযোগ পেয়েছেন।
লিরয় সানে ছাড়াও বাদ পড়েছেন বার্নড লেনো, জোনাথন টাহ ও নিলস পিটারসেন। ‘এফ’ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ২৩ সদস্যের চূড়ান্ত দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, মার্ক আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্রাপ
রক্ষণভাগ: জেরোম বোয়েটাং, ম্যাটস হামেলস, নিকলাস সুলে, আন্টোনিও রুডিগার, ম্যাথিয়াস গিন্টার, জোনাস হেক্টর, জশুয়া কিমিচ, মারভিন প্লাটেনহার্ডট
মধ্যমাঠ: টনি ক্রুস, স্যামি খেদিরা, ইলকাই গুন্ডোগান, লিয়ন গোরেৎজকা, সেবাস্টিয়ান রুডি, মেসুত ওজিল, টমাস মুলার, জুলিয়ান ব্রান্ড, জুলিয়ান ড্র্যাক্সলার ও মার্কো রয়েস
আক্রমনভাগ: মারিও গোমেজ, টিমো ভার্নার
সারাবাংলা/এমআরপি