Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে মুশফিকের বড় লাফ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২১:১৬

কদিন আগে পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। এই জয়ে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। তার ১৯১ রানের দুর্দান্ত ইনিংসটার কল্যাণেই প্রথম ইনিংসে বড় লিড পেয়েছিল বাংলাদেশ। সেটাই পরে ম্যাচ জয়ে বড় প্রভাবক হয়েছে। ম্যাচসেরার পুরস্কার পাওয়া মুশফিক র‌্যাংকিংয়েও বড় পুরস্কার পেলেন।

বুধবার (২৮ আগস্ট) পুরুষ ক্রিকেটের র‌্যাংকিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। তাতে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। ক্যারিয়ারে মুশফিকের এটা সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও ১৭তম অবস্থানে ছিলেন তিনি। তবে রেটিং পয়েন্টে রেকর্ড গড়েছেন। টেস্ট ব্যাটিংয়ে মুশফিকের রেটিং পয়েন্ট এখন ৬৮৪। ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং এটা মুশফিকের।

ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন দাস, মেহেদি হাসান মিরাজদেরও। প্রথম ইনিংসে দারুণ একটা ফিফটি তুলে নেওয়া লিটন দাস দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৭তম অবস্থানে। প্রথম ইনিংসে ৭৭ রানের ইনিংস খেলা মেহেদি হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৫তম অবস্থানে।

বোলিংয়ে উন্নতি হয়েছে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের। ২৩ ধাপ এগিয়ে ৭৪তম অবস্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। অপর তরুণ পেসার শরিফুল ইসলাম ৯ ধাপ এগিয়ে ৬৪ নম্বর অবস্থানে উঠে এসেছেন। এক ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠে এসেছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

সারাবাংলা/এসএইচএস

মুশফিকুর রহিম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর