Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্বাচলের ‘দ্য বোট’ স্টেডিয়ামের দরপত্র বাতিল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ২২:১২

পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ‘দ্য বোট’ এর দরপত্র বাতিল করা হয়েছে। পরিবর্তন হচ্ছে স্টেডিয়ামের নামও এবং নকশা থেকে নৌকার প্রতিকৃতি সরিয়ে দেওয়া হচ্ছে। এমন একটা সিদ্ধান্তের আভাস আগে থেকেই অবশ্য পাওয়া যাচ্ছিল।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি খোলাসা করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে। আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখবো যে সেখানে মাঠ ব্যবহার করা যায় কিনা।’

স্টেডিয়ামটি নির্মাণে আপাতত ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করতে চায় বিসিবি। তবে আপাতত সেখানে ঘরোয়া ক্রিকেট চলার মতো অন্তত দুটি মাঠ যাতে প্রস্তুত করা যায় সেই প্রচেষ্টা এগিয়ে নিতে চায় বিসিবি। ফারুক আহমেদ বলেছেন, ‘কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে জানি না। সব মিলিয়ে আগামী শনিবার আমরা এই মাঠ দেখতে যাচ্ছি, চেষ্টা করছি টাকাটা… যতটুকু টাকা খরচ হয়েছে, আমরা চেষ্টা করছি (ক্ষতি কমিয়ে আনতে)। পুরোটা তো পরিপূর্ণ হবে না। তারপরও ওখান থেকে যদি কিছুটা রিকভারি করতে পারি। চেষ্টা করবো খেলা চালানোর মতো দুটি মাঠ বানানো যায় কিনা।’

২০৩১ সালের ক্রিকেট বিশ্বকাপের সহ আয়োজক বাংলাদেশ। সেই বিশ্বকাপকে সামনে রেখেই পূর্বাচলে স্টেডিয়াম তৈরির পদক্ষেপ নিয়েছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির সভাপতির পদেও পরিবর্তন এসেছে। ফলে এই স্টেডিয়ামের অনেক কিছুই যে বদলে যাবে তা অনুমান করাই যাচ্ছিল।

বিজ্ঞাপন

স্টেডিয়ামটি তৈরি করতে পূর্বাচলে নামমাত্র মূল্যে সরকারের কাছ থেকে ৩৭ একর জমি পেয়েছে ক্রিকেট বোর্ড। সেটাতে পূর্ণাঙ্গ একটি ক্রিকেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করা হয়েছিল। স্টেডিয়ামের পাশাপাশি সেখানে দুটি মাঠও নির্মানের কথা ছিল। সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছিল প্রায় পাঁচ হাজার কোটি টাকা।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর