Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবাহিত কোহলি দেশপ্রেমিক নয়!


২০ ডিসেম্বর ২০১৭ ১৯:২৫

সারাবাংলা ডেস্ক

কদিন আগেই বিয়ের পাট চুকিয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মা। ইতালিতে বিয়ের পর্ব সেরে ইউরোপিয়ান দেশে মধুচন্দ্রিমা সেরেছেন। সম্প্রতি নিজ দেশ ভারতে পৌঁছেছেন এই তারকা জুটি।

দেশের মাটিতে বিয়ের অনুষ্ঠান না করায় কোহলির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের আইনসভার সদস্য পান্না লাল সাকিয়া। যিনি দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশের বিধায়ক।

স্থানীয় এক জনসভায় এই বিধায়ক বলেন, ‘কোহলি ভারত থেকে টাকা উপর্জন করছে। কিন্তু এই দেশে বিয়ে করার মতো কোনো জায়গা সে পায়নি। হিন্দুস্থান কি অস্পৃশ্য?’

তিনি আরও বলেন, ‘লর্ড রামা, লর্ড কৃষ্ণ, বিক্রমাদিত্যের মতো মানুষ ভারতের মাটিতে বিয়ে করেছেন। ভারতের বিখ্যাত ব্যক্তিরা নিজ দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে বিয়ে করেননি। অথচ এই দেশ থেকে উপার্জন করে নিয়ে ইতালিতে কোটি কোটি টাকা কোহলি ব্যয় করে এসেছে। তার দেশের প্রতি কোন সমম্মানবোধ নেই। এতে প্রমাণিত হয় তার কোনো দেশপ্রেম নেই।’

ইতালির অনেক ড্যান্সার ভারতের টাকায় কোটিপতি হয়েছে বলে মনে করেন পান্না লাল, ‘একটু ভেবে দেখুন, তাহলে জানতে পারবেন। ইতালির অনেক ড্যান্সার বিভিন্ন প্রোগ্রাম করে ভারত থেকে টাকা নিয়ে যায়। সেখানে তারা কোটিপতি। আর কোহলির মতো ব্যক্তি আমাদের টাকা তাদের ঘরে গিয়ে দিয়ে আসে। তাহলে সে দেশের জন্য কি করলো? আমাদের আইডল হতে পারে সে-যে কঠোর পরিশ্রমের টাকা দেশের জন্য ব্যয় করে।’

সারাবাংলা/এমআরপি/২০ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর