Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে বাংলাদেশের বড় উন্নতি, পাকিস্তানের লজ্জা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৪

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দ যেন শেষই হচ্ছে না! এবার আইসিসি টেস্ট র‌্যাংকিং থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। টেস্ট র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। অপর দিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হেরে লজ্জাজনক অবনমনে পরেছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ১০ উইকেটে জেতা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতেছে ৬ উইকেটে। এমন দাপুটে জয়ের প্রভাবই পরেছে র‌্যাংকিংয়ে। বাংলাদেশের র‌্যাংকিংয়ে অবস্থান অবশ্য পরিবর্তন হয়নি। তবে রেটিং পয়েন্ট বেড়েছে অনেক।

বিজ্ঞাপন

এই সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৩। দুই ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ১৩টি। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬৬। র‌্যাংকিংয়ে আগের অবস্থানে নয়েই আছে বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশের কাছে দুই টেস্ট হেরে পাকিস্তান রেটিং পয়েন্ট হারিয়েছে ১৩টি। যাতে দুুই ধাপ পিছিয়ে র‌্যাংকিংয়ের আট নম্বরে নেমে গেছে দলটি। ২০০৩ সালে আনুষ্ঠানিক র‌্যাংকিং প্রবর্তনের পর এটাই পাকিস্তানের সর্বনিম্ন র‌্যাংকিং। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৭৬। ১৯৬৫ সালের পর থেকে এটাই টেস্টে পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্ট!

সারাবাংলা/এসএইচএস

আইসিসি টেস্ট র‌্যাংকিং বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর