সব বিশ্বকাপে অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল
৫ জুন ২০১৮ ১৪:০১ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:২৬
।। সারাবাংলা ডেস্ক ।।
বিশ্বকাপের কথা উঠলেই শুরু হয়ে যাবে সেরা নির্বাচনের লড়াই। কোন দল উপরে থাকবে তা নিয়েই শুরু হয় তর্ক-বিতর্ক। তবে বিশ্বকাপ উত্তেজনায় নিজেদের পছন্দের দলকেই ওপরে রাখতে চাইবেন সমর্থকরা। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ের কথা উঠলেই ব্রাজিলকে রাখতে হবে সবার ওপরে।
পাঁচবারের শিরোপাজয়ে ফুটবল বিশ্বকে তাক লাগানো এই দলটি সবচেয়ে বেশিবার খেলেছে বিশ্বকাপের আসরে। বিশ্বকাপের প্রথম আসর থেকে একমাত্র দল হিসেবে সবকটি (২১তম) আসরেই খেলবে ব্রাজিল।
অবশ্য ব্রাজিলের ফুটবল ইতিহাসের দিকে তাকালে অনেকটা হাবুডুবুই খেতে হবে অনেককে। সবচেয়ে বেশিবার ফাইনালে ওঠার কীর্তির কথা বললে অবশ্য ব্রাজিল একটু পিছিয়েই থাকছে। সবচেয়ে বেশি আটবার বিশ্বকাপের ফাইনাল খেলেছিল জার্মানি। ফাইনালে ব্রাজিল খেলেছে সাতবার। তবে আটবার বিশ্বকাপ ফাইনালে খেলে জার্মানি শিরোপা জিতেছে চারবার। তাই শিরোপা জয়ের দিক থেকে এগিয়ে রাখতে হচ্ছে ব্রাজিলকেই।
অবশ্য, এই ব্রাজিলের শুরুর গল্পটা এমন ছিল না। বিশ্বকাপের প্রথম দুই আসরে তেমন কিছুই দেখাতে পারেনি ফুটবলে যাদুকরি খেলোয়াড় জন্ম দেয়া সেলেকাওরা। প্রথম দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
১৯৫০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠলেও শিরোপা জয়ের কাছে গিয়েই ফিরতে হয়েছিল ব্রাজিলকে। তবে ১৯৫৮ সালে দ্বিতীয়বার ফাইনালে উঠে সেই সুযোগ আর হাতছাড়া করেনি ব্রাজিলিয়ানরা। প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদটা সেবারই পেয়েছিল ব্রাজিল। প্রথমবার শিরোপা জয়ের পর ১৯৬২ সালেই নিজেদের দ্বিতীয় শিরোপা জিতে নেয় তারা। এরপর ১৯৭০ সালে নিজেদের তৃতীয় শিরোপা আসে ব্রাজিলের ঘরে।
অবশ্য নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য প্রায় ২৪ বছর অপেক্ষা করতে হয়েছিল ব্রাজিলকে। ১৯৯৪ সালে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের পর ১৯৯৮ সালে আবারো শিরোপা জয়ের সুযোগ এসেছিল ব্রাজিলিয়ানদের। সেবার ফ্রান্সের কাছে হেরে শিরোপা হারিয়েছিল তারা। এরপর ২০০২ সালে পঞ্চমবারের মতো শিরোপা পেয়েছিল ব্রাজিল।
এরপর ২০০৬ সালে ফ্রান্সের কাছে, এরপর ২০১০ সালেও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ফুটবলের অন্যতম এই পরাশক্তিকে। ২০১৪ সালে স্বাগতিক দেশ হিসেবে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হারার পর আশাভঙ্গ হয় ব্রাজিলের। নিজেদের মাটিতে সেমিফাইনালে হারের পর তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের কাছে হারতে হয়েছিল তাদের।
অবশ্য, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট ধরা হচ্ছে। হেক্সা জয়ের মিশনে নেইমার-কুতিনহো-জেসুসরা কতদূর যাবে সেটাই দেখার অপেক্ষায় ব্রাজিল সমর্থকরা।
সারাবাংলা/এসএন