Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ইতিহাস গড়া বাংলাদেশি ক্রিকেটারদের র‌্যাংকিংয়ে জয়জয়কার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯

পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ বলেছেন, এবার পাকিস্তানে রেকর্ড গড়তে-ভাঙতেই এসেছে বাংলাদেশ! বাস্তবে হয়েছেও তাই। ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে টাইগাররা। দলীয় র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ব্যক্তিগত র‌্যাংকিংয়ে জয়জয়কার সিরিজে দুর্দান্ত পারফর্ম করা লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদদের।

বুধবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। এতে টেস্ট র‌্যাংকিংয়ে বড় সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে সবচেয়ে আলোচিত উন্নতিটা হয়েছে লিটন দাসের।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে মেহেদি হাসান মিরাজকে সাাথে নিয়ে বীরত্বগাথা একটা জুটি গড়ে তোলেন লিটন। সেদিন ১৩৮ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে টেনেছেন অনেকদূর। সেটাই পরে বাংলাদেশের ম্যাচ জয়ের বড় কারণ হয়েছে। এমন সেঞ্চুরিতে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাংকিংয়ে উঠে বসেছেন লিটন।

১২ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন। লিটনের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং এটা। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তামিম ইকবাল ২০১৪ সালে ১৪তম অবস্থানে উঠে বসেছিলেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেটাই সর্বোচ্চ অবস্থান। লিটনের রেটিং পয়েন্ট এখন ৬৮৮। এই মুহুর্তে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনই র‌্যাংকিংয়ে সবার উপরে আছেন।

মুশফিকুর রহিম আগের অবস্থান ১৭ নম্বরেই আছেন। ৭৮ রানের ইনিংস খেলা মেহেদি হাসান মিরাজ ১০ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠে এসেছেন। পুরো সিরিজে রান না পাওয়া সাকিব দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৫ নম্বরে।

বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ ১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম অবস্থানে। সাকিব আল হাসান এক ধাপ নেমে অবস্থান করছেন ২৯তম স্থানে। পাকিস্তানে দারুণ বোলিং করা তিন পেসারেরই উন্নতি হয়েছে র‌্যাংকিংয়ে। ১৬ ধাপ এগিয়ে ৫৭তম অবস্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। ১১ ধাপ এগিয়ে ৮৫তম অবস্থানে উঠে এসেছেন তাসকিন আহমেদ। আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়া তরুণ নাহিদ রানা ২৩ ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠে এসেছেন।

বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ না পাওয়া তাইজুল আছেন বোলিং র‌্যাংকিংয়ের ১৯ নম্বর স্থানে।

সারাবাংলা/এসএইচএস

লিটন দাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর