Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরছালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২০

সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের রাজধানী থিম্পুর উচ্চতা প্রায় 8 হাজার ফুট। বাংলাদেশ-ভুটান ম্যাচটা সেখানে বলেই যত দুশ্চিন্তা করছিল বাংলাদেশ। অতো উচ্চতায় মানিয়ে নিয়ে স্বাভাবিক ফুটবল খেলা মোাটেও সহজ নয়। শেখ মোরছালিনের গোলে সেই বাঁধা টপকে জিতেছে বাংলাদেশ।

মোরছালিনের একমাত্র গোলে থিম্পুতে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে মোরছালিন ম্যাচের একমাত্র গোলটা করেছেন ষষ্ঠ মিনিটে।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কারবেরা আলাদা করে একটা ধন্যবাদ দিতেই পারেন প্রতিপক্ষ গোলরক্ষক শেরিন ধেনদুপকে! কারণ এই গোল বাদে ম্যাচে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। উচ্চতার বিপক্ষে সংগ্রাম করতে হয়েছে। যেটা পারফরম্যান্সে প্রভাব পরেছে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাংলাদেশের পাওয়া গোলটা ছিল একদমই ‘উপহার’। ডান প্রান্ত থেকে ক্রস করেছিলেন রাকিব হোসেন। এগিয়ে এসে ফিস্ট করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন ভুটান গোলরক্ষক। কিন্তু তার ভুলে বল পেয়ে যান শেখ মোরছালিন। সহজ সুযোগ হারাননি মোরছালিন। ১-০ গোলে এগিয়ে দেন বাংলাদেশকে। জাতীয় দলের হয়ে তরুণ মোরছালিনের এটা পঞ্চম গোল।

এরপর ম্যাচের পুরো সময়ে ভুটানই প্রভাব দেখিয়েছে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আদায় করতে পারেননি স্বাগতিকরা। বেশ কবার গোলের কাছাকাছি গিয়েও গোল পায়নি ভুটান।

জামাল ভূইয়াকে সেরা একাদশে রাখা হয়নি। ৭০ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে শাহরিয়ার ইমন, রাব্বি হোসেনদের নামিয়ে ওপরের দিকে বলের দখল বাড়াতে চেয়েছে বাংলাদেশ। শেষ দিকে রাব্বি হোসেনের দারুণ এক শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দেন। তার খানিক আগে দারুণ একটা সুযোগ নষ্ট করেছেন শাহরিয়ার ইমন।

৬ মিনিটে এগিয়ে যাওয়ার পর মাঠে ধীরেসুস্থে খেলেছে বাংলাদেশ। যাতে দ্রুত ক্লান্ত হয়ে পড়ার শঙ্কা এড়ানো যায়। বাংলাদেশ কোচ কাবরেরার এই টেকনিক কাজেও লেগেছে। শেষ পর্যন্ত লিড ধরে রেখেই ম্যাচটা শেষ করতে পেরেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-ভুটান ম্যাচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর