আমি নিজেকে সেরা মনে করি না: মেসি
৫ জুন ২০১৮ ১৫:১৮ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:২৪
।।সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা : সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্ক কম নেই। এই তালিকায় উপরের দিকেই থাকবেন পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদোরা। তবে, নিজেকে সেরাদের সেরা হিসেবে দেখেন না বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত বিশ্বকাপের ফাইনাল, কোপা আমেরিকার ফাইনাল, শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে দলকে তুলেছিলেন মেসি। তারপরও নিজেকে শুধু একজন ফুটবলার হিসেবেই মনে করেন তিনি।
সম্প্রতি নিউইয়র্ক ভিত্তিক ‘পেপার’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, ‘আমি নিজেকে সেরা বিবেচনা করি না। আমার মনে হয়, আমি অন্যান্যদের মতো শুধুই একজন খেলোয়াড়। মাঠের মধ্যে, যখন খেলা শুরু হয় আমরা সবাই একই পর্যায়ের।’
ম্যাগাজিনের প্রচ্ছদে একটি ছাগলের সঙ্গে ছবি তোলেন মেসি। ছাগলের ইংলিশ ‘GOAT’। যেটার ফুল মিনিং হিসেবে ফুটবলে ‘গ্রেটেস্ট অব অল টাইম’ ধরা হয়। সে কারণে ছাগলের সঙ্গে মেসির ছবি দিয়ে ম্যাগাজিনটি বুঝাতে চেয়েছে মেসিই হলো সর্বকালের সেরা ফুটবলার।
মেসি নিজেও পশুদের খুব ভালোবাসেন বলে জানিয়েছেন। নিজের ঘরে একটি কুকুরও পোষেন তিনি। এ সম্পর্কে মেসি জানান, ‘আমি পশুদের খুব ভালোবাসি। আমি তাদের সঙ্গেই বেড়ে উঠেছি। তারা প্রতিনিয়ত আমাকে নানান জিনিস শেখায়। আমার একটি কুকুর রয়েছে, যার নাম হাল্ক। সে আমাদের পরিবারেরই অংশ। আমাদের সবকিছুতেই সে থাকে। আমার সন্তানেরাও হাল্ককে খুব পছন্দ করে।’
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় রাখেননি মেসি। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক কেন নিজেদের ফেভারিটের তালিকায় রাখেননি সেটাও ব্যাখ্যা করেছেন, ‘এবার বিশ্বকাপ জিততে হলে আমাদের ফ্রান্স, জার্মানি, ব্রাজিল বা স্পেনের মতো দলগুলোর পর্যায়ে যেতে হবে, তাদের মতো পরিশ্রম করতে হবে। একটি দল হিসেবে শিরোপা জিততে আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। তবে, আমাদের বেশ ভালো কয়েকজন খেলোয়াড় আছে আর তারা সব সময়ই জয়ের লক্ষ্যেই মাঠে নামে। আর্জেন্টিনা সব সময়ই বিশ্বকাপ জেতার মতো দল নিয়েই যায়। এবারো আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা এবং আমরা লক্ষ্যের দিকে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের আরও শক্তভাবে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।’
রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। তার আগে ইসরায়েলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টাইনরা। এর আগে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪-০ গোলে জিতেছিল মেসির দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি।
সারাবাংলা/এমআরপি