Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যের মতো নয়, নিজের মতোই হতে চান নাহিদ রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৭

সময় এখন নাহিদ রানার। পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়ে রাতারাতি তারকা বনে গেছেন বাংলাদেশের তরুণ পেসার। দুই টেস্ট মিলিয়ে ছয় উইকেট পাওয়া নাহিদ উইকেট সংখ্যার চেয়েও বেশি আলোচিত হচ্ছেন গতি নিয়ে। পাকিস্তান সিরিজে নিয়মিত ১৫০ গতিতে বোলিং করেছেন নাহিদ। নাহিদের একটা ডেলিভারি ছিল ১৫২ কিলোমিটার গতিতে। যা বাংলাদেশি কোনো পেসারের মধ্যে সর্বোচ্চ।

বয়স মাত্র ২১, ফলে নাহিদের সুন্দর ভবিষ্যত সামনে পরে আছে। দেশে এবং দেশের বাইরে অনেক গতিময় বোলারকে দেখে বড় হওয়া নাহিদ বললেন, তিনি কারও মতো হওয়ার স্বপ্ন দেখেন না। হতে চান নিজের মতোই।

কদিন পর ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজে নাহিদের দলে থাকা অনেকটা নিশ্চিতই। সেই লক্ষ্যে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তরুণ পেসার।

অনুশীলনের ফাঁকে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন নাহিদ। বিসিবি কর্তৃক সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশিত ভিডিওতে নাহিদ বলেছেন, ‘আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলেছে রাওয়ালপিন্ডিতে। সেই পিচ পেসারদের জন্য সহজ নয়। সেখানেই ১৫২ গতির ডেলিভারি করে দেখিয়েছেন নাহিদ। তবে গতিতে রেকর্ড গড়ার লক্ষ্য তার ছিল না, বলেছেন নাহিদ।

‘১৫২ বা এর চেয়ে বেশি জোরে করতে হবে, এমনটা কখনো মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি।’

পাকিস্তানের মাটিতে যা করে প্রসংশায় ভাসছেন, ভারতেও তা করে দেখাতে চান নাহিদ। প্রতিনিয়ত নিজেকে তৈরি করছেন। নাহিদ বলেন, ‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।’

সারাবাংলা/এসএইচএস

নাহিদ রানা


বিজ্ঞাপন
সর্বশেষ

চবিতে অনলাইনে চলবে ক্লাস
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩

ডেঙ্গু : চট্টগ্রামে প্রাণ গেল ২ নারীর
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০০

রাফির নায়িকা তানজিন তিশা
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯

আরও ৩৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৮

সম্পর্কিত খবর