স্টাফ করেসপন্ডেন্ট ।।
দ্বিতীয় পর্বে এসে হকি লিগ আরও জমে উঠেছে। প্রথম পর্বে ৬ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা জয়ে এগিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা আবাহনীর কাছে হেরে শিরোপার লড়াইয়ে উত্তেজনা বেড়েছে আরও। শিরোপার পথে টিকে থাকলো সবশেষ ২০১২ সালের চ্যাম্পিয়ন সাদা-কালোরা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার (৫ জুন) দুপুরে সোনালী ব্যাংককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জিমি-গুরুজিন্দররা। হ্যাটট্রিক করেন রাসেল মাহমুদ জিমি।
ম্যাচের বয়স যখন সাত মিনিট, গুরুজিন্দরের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৬ মিনিটে ব্যবধান ২-০ করেন গুরুজিন্দর। ফিল্ড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ভারতীয় তারকা। তার ১৩ মিনিট পর ব্যবধান ৩-০ করে মতিঝিলের ক্লাবটি। গোল করেন রাব্বী সালেহীন।
প্রথমার্ধে এগিয়ে শুরু করা মোহামেডানের হয়ে পরের তিনটি গোলই করেন রাসেল মাহমুদ জিমি। তিনটি গোলই আসে ফিল্ড থেকে। ৪২, ৫৫ ও ৬৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এ জয়ে ১৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
সারাবাংলা/জেএইচ/এমআরপি