Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি পরিচালকের পদ থেকে সুজনের পদত্যাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। টানা ১১ বছর দায়িত্ব পালনের পর বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ই-মেইলে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তাত্ক্ষণিকভাবে সুজনের পদত্যাগের কারণ জানা যায়নি।

দীর্ঘদিন ধরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সুজন বিভিন্ন সময় বোর্ডে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সবশেষ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বিজ্ঞাপন

এই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সুজন। তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুব দল। এছাড়া জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ৭২
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর