Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৯

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফোনে কথা বলে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সময় ক্রিকেটারদের সংবর্ধনা প্রদানের কথাও বলেছিলেন তিনি। সেই সংবর্ধনা আয়োজন হতে যাচ্ছে আগামীকাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। সঙ্গে নতুন বোর্ড প্রধান ফারুক আহমেদসহ বোর্ডের কর্মকর্তারাও থাকবেন।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদশে দল। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত হওয়ার পর মাঠে থাকতেই প্রধান উপদেষ্টার ফোন পান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত ও পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

তখনই দেশে ফেরার পর দলকে সংবর্ধনা দেওয়া হবে এমন কথা বলেন প্রধান উপদেষ্টা।

এই সিরিজের আগে পাকিস্তানকে কখনোই টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ। এর আগে বিদেশের মাটিতে দুবার টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। একটা ওয়েস্ট ইন্ডিজে অপরটি জিম্বাবুয়েতে।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে অনেকটা দ্বিতীয় সারির দলের বিপক্ষেই খেলেছিল বাংলাদেশ। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়াতে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার সেই সিরিজে খেলেছিলেন না। সে হিসেবে বিদেশে এটাই বাংলাদেশের সবচেয়ে মর্যাদার টেস্ট সিরিজ জয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস বিসিবি

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর