সালমা-রুমানাকে কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি
১৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে দুই অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহম্মেদের জায়গা হয়নি। নারী ক্রিকেটের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, এই দুই সিনিয়র ক্রিকেটার আপাতত বিসিবির ভাবনায় নেই। তাদেরকে অবসরের পরিকল্পনাও বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলেছেন সাজ্জাদ আহমেদ।
অনেকদিন পর গত এশিয়া কাপের দলে ডাকা হয়েছিল রুমানা আহমেদকে। তবে পারফর্ম করতে পারেননি। আর সাবেক অধিনায়ক সালমা খাতুন জাতীয় দলের বাইরে আছেন এক বছরেরও বেশি সময় ধরে। এই দুজনের জায়গায় নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে বিসিবি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। রুমানার না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার হিসেবে। কিন্তু সে ভালো ব্যাট করেনি। এই মুহূর্তে আমার মনে হয়েছে তার ব্যাটিং, আসলে টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না। এ জায়গায় আমরা ভিন্নভাবে চিন্তা করেছি। ওর জায়গায় নতুন খেলোয়াড় এসেছে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার হিসেবে মিডল অর্ডারে সাপোর্ট দিতে পারবে।’
সালমা খাতুন অনেক আগে থেকে দলের বাইরে। এই দুই ক্রিকেটারকে অবসর নেওয়ার পরিকল্পনাও দেওয়া হয়েছে বোর্ড থেকে। তারা চাইলে তাদের একটা বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দিতে চায় বোর্ড, এমনও বার্তাও নাকি দেওয়া হয়েছে।
সাজ্জাদ আহমেদ বলেন, ‘সালমা আপাতত নেই। এক বছর হয়ে গেছে দলে নাই। সালমা-রুমানার ব্যাপারটা হলো, বোর্ডের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। ওরা যদি শেষ খেলাটা খেলতে চায়, ওদের স্বাগত জানাবো। একটা ম্যাচ খেলিয়ে ওদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারবো।’
তাদের নিয়ে নতুন প্রস্তাবও দেওয়া হয়েছে বোর্ড থেকে। সাজ্জাদ আহমেদ বলেন, ‘এটাও বলেছি, বোর্ডের কোনো জায়গায় ওরা চেষ্টা করতে পারে কোচিং বা আম্পায়ারিংয়ে। ওরা এভাবে চিন্তা করছে। সম্ভবত এই বছর খেলবে, তারপর আমার মনে হয় না।’
সারাবাংলা/এসএইচএস