স্টার্লিংকে লাথি মেরে ১১২ দিনের জেল এক ‘ভক্তের’!
২০ ডিসেম্বর ২০১৭ ২১:৪৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ২১:৫৭
সারাবাংলা ডেস্ক
বিপরীত দলের বর্ণবৈষম্য বা হামলার শিকারের ঘটনা অনেকবারই দেখেছে ফুটবল বিশ্ব। ‘কালো’ হওয়ার গ্যালারি থেকে ধেয়ে আসা বঞ্চনা কাঁদিয়েছে অনেক খেলোয়াড়কেও। কিন্তু মাঠের বাইরে খেলোয়াড়ের উপর ‘অতর্কিত’ হামলার ঘটনা ফুটবলাঙ্গনে নতুন এক ঘৃণ্য ইতিহাসের জন্ম দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের এক ভক্ত।
টটেনহাম এই ভক্তের নাম কার্ল এন্ডারসান। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার রহিম স্টার্লিংকে প্রাকটিস সেশনের পূর্বমুহুর্তে লাথি মেরে জেল খাটতে হচ্ছে তাকে।
হামলার অভিযোগে ২৯ বয়সী এই ভক্তকে ১১২ দিনের জেল দিয়েছে ম্যানচেস্টার কোর্ট। সঙ্গে ১০০ পাউন্ডের জরিমানাও করা হয়েছে এই হামলাকারীকে। আজ বুধবার (২০ ডিসেম্বর) এই ঘৃণ্য হামলার রায় দিয়েছে আদালত।
এ ঘটনাকে এক ‘অপ্রত্যাশিত’ হিসেবে উল্লেখ করে স্টার্লিং তার লিখিত বক্তব্যে আদালতকে জানিয়েছেন, আমি চিন্তাই করিনি এই শতাব্দিতে এসে মানুষ এই ধরনের কাজ করতে পারেন!’
এরকম স্পোর্টস-ভায়োলেন্স অবশ্য অভিযুক্ত এন্ডারসনের জন্য নতুন নয়। এর আগেও ২৫বার এ ধরনের সহিংসতার কারণে অভিযুক্ত হয়েছেন। মাঠের মধ্যে বর্ণবাদী আচরণ করেছেন।
তবে এমন ঘৃণ্য কাজ করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন এন্ডারসন, ‘আমি আমার নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই এমনটা হয়েছে।’
যত কথাই বলুন, এই যুগে এসে এই ধরনের হামলা ফুটবলাঙ্গনকে কলুষিত করে যা কাম্য কি?
সারাবাংলা/জেএইচ