Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেন্নাই টেস্ট: তৃতীয় দিন শেষে ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২২

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই পিছিয়ে পরেছিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের হারের সামনে গিয়ে দাঁড়িয়েছেন সফরকারীরা। ভারতের বিশাল লিডের জবাব দিতে নেমে চেন্নাই টেস্টে এখনো ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ।

অর্থাৎ টেস্ট জিততে হলে এখনো ৩৫৭ রান করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। আর ড্র করতে হলে কাটিয়ে দিতে হবে পুরো দুই দিন। হাতে উইকেট মাত্র ৬টি বলে এই দুটি কাজই পাহাড় ডিঙানোর মতোই কঠিন।

বিজ্ঞাপন

আলোকস্বল্পতার কারণে আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে অনেক আগেই। খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ১৫৮/৪। ৫১ রানে ক্রিজে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ৫ রানে অপরাজিত সাকিব আল হাসান।

দুই ইনিংস মিলিয়ে ৫১৫ রানের বিশাল লিড দাঁড় করিয়েছিল ভারত। পাহাড় ডিঙাতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরুটা পেয়েছিল ভালো। দুই ওপেনার প্রথম উইকেট জুটিতে তুলেছিলেন ৬২ রান। কিন্তু দিনের শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারের কাছাকাছি চলে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। জাকির হাসান ব্যক্তিগত ৩৩ রানের মাথায় জাসপ্রিত বুমরাহর দারুণ এক সুইং বলে স্লিপে ক্যাচ দিয়েছেন। সাদমান ইসলাম অনিক ফিরেছেন ব্যক্তিগত ৩৫ রানে। রবিচন্দ্রন অশ্বিনের বলে মিডউইকেটে সহজ ক্যাচ দেন সাদমান।

তবে অনেকদিন যাবত রান না পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনে নেমে দারুণ খেলছিলেন। ফর্মে থাকা মুশফিকুর রহিম ও মুমিনুল হকও এগুচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু পরপর এই দুজনের উইকেট হারিয়ে আরও চাপে পরেছে বাংলাদেশ। রবিচন্দ্রন অশ্বিনের দারুণ এক টার্ন বলে পরাস্ত হয়ে ১৩ রানে বোল্ড হয়েছেন মুমিনুল। সেই অশ্বিনের বলে মুশফিকুর রহিমও ফিরেছেন ১৩ রান করে।

বিজ্ঞাপন

সাকিব আল হাসানকে নিয়ে শেষ বিকেলে আর বিপদ হতে দেননি নাজমুল হোসেন শান্ত। শান্ত ইনিংসের শুরু থেকেই দারুণ ইতিবাচক ব্যাটিং করেছেন। ৫৬ বলে ফিফটি পূর্ণ করা বাংলাদেশ অধিনায়ক দিন শেষে অপরাজিত ৬০ বলে ৫১ রানে। চার মেরেছেন ৩টি, ছক্কা ৪টি।

এর আগে ভারত ৪ উইকেটে ২৮৭ রানে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে লাঞ্চের প্রথম ঘণ্টার শেষভাগে। লাঞ্চের আগে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন গিল-পান্ট দুজনই। লাঞ্চের পর সেঞ্চুরি তুলে নিতে খুব বেশি সময় নেননি পান্ট। দীর্ঘদিন পর সাদা পোশাকে মাঠে নেমে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন পান্ট। কিপার হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির তালিকায় মহেন্দ্র সিং ধোনির পাশে বসলেন পান্ট। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি পান্ট। ১০৯ রান করে মিরাজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এই ইনিংসে পান্ট মেরেছেন ১৩ চার, আছে ৪টি ছক্কাও।

পান্ট ফেরার পর নিজের সেঞ্চুরি পেয়েছেন গিলও। নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেলেন গিল। ১০ চার ও ৪ ছক্কায় সাজানো ১১৯ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গিল। অন্য প্রান্তে ২২ রানে অপরাজিত ছিলেন রাহুল। এই দুই ব্যাটারের কল্যাণে ভারতের লিড ৫০০ পার করে।

৪ উইকেটে ২৮৭ রানের মাথায় ইনিংস ঘোষণা করেন রোহিত। এই ইনিংসে বাংলাদেশের সেরা বোলার মিরাজ, তিনি নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। আগের ইনিংসের ফাইফার পাওয়া হাসান এবার উইকেটশূন্য ছিলেন।

ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৩৭৬ রান। আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৪৯ রানেই।

সারাবাংলা/এনআর/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর