Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমকে পেছনে ফেলে সবার উপরে মুশফিক

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৭

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক হতে তামিম ইকবালের চেয়ে ৯ রানে পিছিয়ে ছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৮ রানে আউট হয়ে অপেক্ষা বাড়িয়েছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতেই সেই আক্ষেপ শেষ হয়েছে।

বন্ধু তামিমকে পেছনে ফেলে মুশফিকুর রহিমই এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের রান ১৫ হাজার ১৯২। আর চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রানে আউট হওয়া মুশফিকের বর্তমান রান ১৫ হাজার ২০৫। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মুশফিকের দখলে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ৯১ টেস্ট খেলে ৩৯.১ গড়ে ৫ হাজার ৯১৩ রান করেছেন মুশফিক। ২৭১ ওয়ানডেতে তার রান ৭ হাজার ৭৯২। আর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান।

মোট ১৫ হাজার ২০৫ রান করতে ৪৬৪ ম্যাচ খেলেছেন মুশফিক। আর দুই নম্বরে থাকা তামিম ইকবাল ১৫ হাজার ১৯২ রান করতে খেলেছেন ৩৯১ ম্যাচ।

বাংলাদেশের পক্ষে ১৫ হাজারের বেশি রান করতে পেরেছেন এই দুজনই। তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের রান ১৪ হাজার ৬৯৬। চতুর্থ স্থানে থাকা মুহমুদউল্লাহ রিয়াদের রান ১০ হাজার ৬৯৪। এই তালিকায় পাঁচ নম্বরে আছেন লিটন দাস। লিটনের রান ৭ হাজার ১৮৩।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর