সাকিবের ইনজুরি আলোচনা নিয়ে তুলকালাম
২১ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৯
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই ব্যাকফুটে পরে গিয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিন শেষে হারের কাছাকাছি পৌঁছে গেছে সফরকারীরা। এদিকে, টেস্টের তৃতীয় দিনে সাকিব আল হাসানের ইনজুরি আলোচনা নিয়ে রীতিমতো তুলকালাম হলো।
হঠাৎ আলোচনা উঠে, আঙ্গুলের ইনজুরি নিয়ে চেন্নাই টেস্ট খেলছেন সাকিব। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, সাকিব ইনজুরিতে হলে তবে কী চারজন জেনুইন বোলার নিয়েই চেন্নাই টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ! তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে, সাকিবের ওই ইনজুরির আলোচনাটা সঠিক নয়।
আলোচনাটা উঠেছিল টেস্টের তৃতীয় দিনের শুরুতে। চেন্নাই টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে থাকা ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক দাবি করেন, সাকিব তাকে জানান তিনি ইনজুরি নিয়ে খেলছেন।
টেস্টের প্রথম ইনিংসে সাকিব প্রথম বোলিং করতে এসেছিলেন ৫৩তম ওভারে। সাকিবের মতো একজন বোলার এতো পরে বোলিং করতে আসবেন সেটা মোটেও স্বাভাবিক নয়। দ্বিতীয় ইনিংসে ১৩তম ওভারে বোলিং করতে এসেছেন সাকিব। আবার তার বোলিংয়েও তেমন ধার ছিল না। দুই ইনিংস মিলিয়ে ১২৯ রান দিয়ে উইকেটশূন্য সাকিব। ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় সাড়ে ৬ করে। সাকিবের মতো একজন বোলারের জন্য যা রীতিমতো বিরল। সেই কারণেই মুরালি কার্তিকের মনে প্রশ্ন জেগেছিল, সাকিবের কি কোনো সমস্যা?
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সাকিবের সঙ্গে কথা বলতে যান মুরালি। পরে দিনের শুরুতে ধারাভাষ্যে মুরালি বলেন, সাকিব তাকে জানিয়েছেন ইনজুরি নিয়ে খেলছেন তিনি। অস্ত্রোপচারও নাকি হয়েছিল!
মুরালি কার্তিক বলেন, ‘তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে…সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমিও বুঝতে পারছি। তার (সাকিবের) বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’
টেন্নাই টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। পরে তামিম এসে বলেছেন, ‘মুরালি কার্তিক বলে গেছেন, আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তা-ই হয়, তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানত কি না।’
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় সাকিবের সমালোচনা শুরু হয়। প্রশ্ন উঠছিল, তবে কি টিম ম্যানেজমেন্টের কাছে নিজের ইনজুরির কথা লুকিয়ে রেখে খেলছেন সাকিব? যিনি কিনা হালকা টুকটাক চোট থাকা ক্রিকেটারকে বিশ্বকাপের দল থেকে বাদ দিতেও ভাবেননি।
এদিকে, বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, কার্তিকের বলা কথাগুলো ভুল। সাকিব সম্প্রতি অস্ত্রোপচার করেছেন তেমন কোনো ইনফরমেশান বিসিবির কাছে নেই। বাস্তাবেও মনে হচ্ছে না সাকিব সম্প্রতি অস্ত্রোপচার করেছেন। কারণ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের মধ্যে আছেন তিনি। এর মধ্যে অস্ত্রোপচারের সুযোগ পেলেন কোথায়!
তাহলে মুরালি কার্তিক কথাটা ছড়ালেন কেন? এটার উত্তর হতে পারে, হয়তো সাকিবের কথার ভিন্ন মানে বুঝেছেন তিনি। অথবা সাকিবই হয়তো ঠিকভাবে কথাগুলো উপস্থাপন করতে পারেননি।
সারাবাংলা/এসএইচএস