কানপুরে ব্যাটাররা ঘুরে দাঁড়াবেন, প্রত্যাশা শান্তর
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৯
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতে সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলকে সমীহ করে কথা বলা হচ্ছিল। চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশি পেসাররা দুর্দান্ত বোলিংও করেছেন। তবে বড় হতাশ করেছে ব্যাটিং ইউনিট।
প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রান তুলতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৩৪ রানে। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী টেস্ট কানপুরে।
চেন্নাই ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রত্যাশা, কানপুরে ঘুরে দাঁড়াবেন তার দলের ব্যাটাররা। শান্ত বলেন, ‘আজ আমরা চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার এবং ফলের কথা না ভেবে নিজেদের শক্তি অনুযায়ী খেলে যাওয়ার। কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটসম্যানরাও ভালো করবে।’
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দেড়শর আগেই ভারতের ৬ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও শুরুতে ভারতীয়দের ধাক্কা দেন বাংলাদেশি পেসাররা। পেসারদের এমন পারফরম্যান্সকেই এই ম্যাচের প্রাপ্তি বলছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘ইতিবাচক হচ্ছে হাসান-তাসকিন-রানা প্রথম ২-৩ ঘণ্টা যেভাবে বোলিং করেছে সেটা। এরপর অবশ্য ভারত খুব ভালো ব্যাটিং করেছে। পেস বোলিংই এখানে সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা নতুন বলে শেষ কয়েকটি সিরিজে খুবই ভালো বল করেছি। এটি খুবই দারুণ ব্যাপার। কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে।’
দেড়শর আগে ৬ উইকেট পরে গেলেও চেন্নাই টেস্টে ভারত প্রথম ইনিংস তুলেছিল ৩৭৬ রান। ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লিড দাঁড়ায় ৫১৫। টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ২৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ৮২ রান করেছেন। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের পক্ষে ফিফটি এই একটাই।
সারাবাংলা/এসএইচএস