Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজের স্পিন ম্যাজিক, সোহাগের এক রানের ‘কান্না’


২০ ডিসেম্বর ২০১৭ ২২:২৩

স্টাফ করেসপন্ডেন্ট
সময়টা ভালোই কাটছে জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান মিরাজের। প্রধানমন্ত্রী কাছ থেকে প্লট বুঝে পাওয়ার পর আজ ২২ গজের ক্রিজেও তেতিয়ে উঠেছেন তিনি। তার স্পিন বিষে ‘নীল’ হয়েছে ঢাকা। বিকেএসপি মাঠে স্পিন ঘূর্ণিতে কুপকাত করেছেন ঢাকার ব্যাটিং লাইন আপ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের প্রথম স্তরে তার স্পিন ম্যাজিকে প্রতিপক্ষ ঢাকাকে ১১৩ রানে গুটিয়ে দিয়েছে খুলনা।

বিজ্ঞাপন

৭ উইকেট নিয়ে ম্যাচের পুরো নিজের করে নিয়েছেন বিষ্ময়বালক। অন্যদিকে বিপিএল মাতানো সোহাগ গাজী লিখলেন আরেকটি আক্ষেপের গান। এক রানের জন্য তিন ঘরের অংকে পৌঁছাতে পারেন তিনি। ৯৯ রানে আক্ষেপ রেখে আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

বুধবার বিকেএসপি মাঠে মিরাজের এই কীর্তির পর ঢাকার ১১৩ রানের জবাবে কোনও উইকেট না হারিয়ে ২৩ রান করেছে খুলনা। এনামুল হক বিজয় ও সৌম্য সরকার ১২ ও ১১ রান নিয়ে দ্বিতীয় দিনের জন্য ক্রিজে নামছেন।

মিরাজ মাত্র ২৪ রানে নিয়েছেন ৭ উইকেট। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২টি উইকেট আর আব্দুর রাজ্জাক একটি।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি স্বাদ পাননি বরিশালের সোহাগ গাজী। রংপুরের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে ৯৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই অলরাউন্ডার। ৬ উইকেটে হারিয়ে দিনশেষে বরিশালের সংগ্রহ ২৮০ রান করে।

সেঞ্চুরি না পাওয়া সোহাগ গাজী আউট হয়েছে সাজেদুল ইসলামের বলে। নাসির হোসেনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১০৪ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান তিনি।

প্রথমদিন শেষে দুটি ফিফটি করেছেন বরিশালের আল আমিন ও মোহাম্মদ নুরুজ্জামানও। আল আমিন ৫০ করে আউট হয়েছেন। তবে নুরুজ্জামান অপরাজিত আছেন ৫১ রান নিয়ে ।

রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শুভাশীষ রায় আর তানবীর হায়দার। একটি করে উইকেট পান সাজেদুল ইসলাম আর আরিফুল হক।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর