Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিগের পরই ক্যাম্প, ডাক পেলেন জিমিরা


৬ জুন ২০১৮ ১৭:২২ | আপডেট: ৬ জুন ২০১৮ ২০:১৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ প্রিমিয়ার হকি লিগ শেষ হওয়ার পরই এশিয়ান গেমসকে সামনে মিশনে নেমে যাবে খেলোয়াড়রা। ক্যাম্পের প্রস্তুতি আগেভাগে শুরু করতেই লিগ তড়িঘড়ি করে শেষ করবার গুঞ্জন হকি পাড়ায়। লিগ শেষ হবে বৃহস্পতিবার (৭জুন)। তার একদিন পরেই ক্যাম্পে যোগ দিতে ডাক পেয়েছেন ৪০ জন।

ওমানে এশিান গেমস হকির বাছাইপর্বে রানার আপ হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী ৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া এশিয়ান গেমসের ১৮তম আসরকে সামনে রেখে এই ক্যাম্প ডেকেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ডাক পেয়েছেন ৪০ জন খেলোয়াড়।

মালয়েশিয়ান কোচ কৃষ্ণমুর্থী গোপিনাথান জিমি-চয়নদের দায়িত্ব নিচ্ছে কোচ হিসেবে। শুক্রবার (৮জুন) দুপুর ১২টার খেলোয়াড়দের কোচের নিকট রিপোর্টিং করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।

৪০ সদস্যের প্রাথমিক দল :  অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশাদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করীম বাবু, মোহাম্মদ আশরাফুল ইসলাম, কামারুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, মো: সাইফুল ইসলাম, মনোজ বাবু, মেহেদী হাসান, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, সাব্বির হোসেইন, রোমান সরকার, নাঈম উদ্দীন, ফজলে হাসান রাব্বী, মাহাবুব হোসেইন, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, মিলন হোসেই, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেইন, দ্বীন ইসলাম ইমন, মোহাম্মদ মহসীন, জাহিদ হোসেইন, সজীবুর রহমান, প্রিন্স লাল সামন্দ, রাকিবুল হাসান, তাহের আলী, আবেদ উদ্দীন, নাসির হোসেইন, হৃদয়, রাজিব দাস, আল নাহিয়ান, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার মোর্শেদ শাওন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর