Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তর সব আক্ষেপ ব্যাটিং নিয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ১৭:০৬

পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। মনে করা হচ্ছিল ভারতে এবার শক্ত লড়াই করতে পারবে বাংলাদেশ। কিন্তু ভারতের গিয়ে সাদা পোশাকের খেলায় দাঁড়াতেই পারল না নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম টেস্ট ২৮০ রানের বিশাল ব্যবধানে হারার পর দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনেই হেরেছে বাংলাদেশ। বোলাররা বেশ ভালো করেছেন অবশ্য ভারতে। কিন্তু ব্যাটিং ইউনিট ডুবিয়েছে বারবার।

বিজ্ঞাপন

দুই টেস্ট মিলিয়ে মোট চার ইনিংসের একটিতেও আড়াইশ পর্যন্ত যেতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৭ ওভারে অলআউট হয়েছে সফরকারীরা। অথচ ম্যাচ ড্র করার সহজ সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তর যতো আক্ষেপ ঝড়ল সব ব্যাটিং নিয়ে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় শান্ত বলেন, ‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাট করতে পারিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাট করতে হবে। যদি আমাদের ব্যাটসম্যানদের দেখেন—৩০/৪০ বল খেলেই আউট হয়ে গেছে। ব্যাটসম্যান নামার পর বড় স্কোরের জন্য খেলাটা টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ।’

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৪ রানে ভারতের ৬ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। তারপরও ৩৭৬ রান তোলে ভারত। সপ্তম উইকেট জুটিতে ১৯৯ রানের জুটি গড়েন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

এমন জুটি থেকে শিক্ষা নেওয়া দরকার, বলেছেন শান্ত, ‘অশ্বিন–জাদেজা তখন যেভাবে ব্যাট করেছে—তারা সত্যিই দারুণ ব্যাট করেছে। বোলিং ইউনিট হিসেবে আমাদের এসব মুহূর্তে দেখতে হবে, কীভাবে উইকেট নিতে পারি। ওই জুটির কাছেই আমরা ম্যাচ হেরেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর