Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সেরা পাঁচ ক্লাবকে নিয়ে নতুন টুর্নামেন্ট, থাকছে বিপিএলের রংপুর রাইডার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ২২:১৯

ক্রিকেটে বিশ্বের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিভিন্ন কারণে অনেক আগেই বন্ধ হয়ে গেছে জনপ্রিয় হয়ে উঠা এই টুর্নামেন্ট। সে রকম একটা টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নাম গ্লোবাল সুপার লিগ।

বিশ্বের বিভিন্ন ফ্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করছে ক্যারিবিয়ান বোর্ড। সেক্ষেত্রে কোনো কারণে কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল খেলতে না পারলে সুযোগ থাকছে সেই লিগের অন্য দলের।

বিজ্ঞাপন

নতুন এই টুর্নামেন্টের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। বিপিএলের চ্যাম্পিয়ন দলকে টুর্নামেন্টে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছিল। সে হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালকে পাঠানোর উদ্যোগ নেয়। তাদেরকে প্রস্তাব দেওয়া হয় গ্লোবাল সুপার লিগে খেলার। তবে বরিশাল ‘অসুবিধার’ কথা জানিয়ে তাতে অপারগতা জানায়।

টুর্নামেন্টের রানারআপ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে আর থাকছে না। ফলে অপর সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্সকে গ্লোবাল প্রস্তাব দেয় বিসিবি। রংপুর রাইডার্স সুযোগটা লুফে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান, বাবর আজমদের রংপুর যাচ্ছে গ্লোবাল সুপার লিগ খেলতে।

আজ সোমবার (৭ আক্টোবর) বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমাদের একটি দল ওয়েস্ট ইন্ডিজে খেলার প্রস্তাব পেয়েছে। টি-টোয়েন্টি গ্লোবাল লিগ, পাঁচটি দেশের অংশগ্রহণে হবে। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। আমরা প্রথমে শেষ বছরের চ্যাম্পিন বরিশালকে প্রস্তাব দিয়েছিলাম। ওরা খেলবে না। এজন্য আমরা সেমিফাইনালের (তৃতীয়) দলকে প্রস্তাব দেই। তারা খেলতে যাবে সবকিছু ঠিক থাকে।’

বিজ্ঞাপন

প্রথমবার আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ৬ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের পুরস্কার মূল্য রাখা হয়েছে ১ মিলিয়ন ডলার।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর