ভারতের বিপক্ষে আগে বোলিং করবে বাংলাদেশ, একাদশে সাকিব
৯ অক্টোবর ২০২৪ ১৯:২৯
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ভারতের বিপক্ষে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
একটি পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তরুণ পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে ডাকা হয়েছে অপর তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ভারত। অর্থাৎ আজ হারলে সিরিজ হার নিশ্চিত হবে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: আভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আর্শদ্বীপ সিং।
সারাবাংলা/এসএইচএস