Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল ছাড়ার ‘অপরিবর্তনীয়’ সিদ্ধান্ত রোনালদোর!


৭ জুন ২০১৮ ১৫:৩৪ | আপডেট: ৭ জুন ২০১৮ ১৫:৪০

।। সারাবাংলা ডেস্ক ।।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার ‘অপরিবর্তনীয়’ এক সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে পর্তুগালের জনপ্রিয় স্পোর্টস ম্যাগাজিন রেকর্ড। সেখানে উল্লেখ করা হয়, টানা তিনবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জয়ে সবচেয়ে বেশি অবদান রাখা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেয়া বিভিন্ন প্রতিজ্ঞা ভঙ্গ করেছে স্প্যানিশ ক্লাবটি।

ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) হতে পারে রোনালদোর সম্ভাব্য গন্তব্য। এছাড়াও ইতালি কিংবা আবারও ইংল্যান্ডে ফেরারও সম্ভাবনা আছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ডের।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি ও বেতন ভাতা নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো অসন্তুষ্ট বলে গুঞ্জন ছড়িয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের পরপরই সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।

 

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর