বিপিএলে আসছেন শহিদ আফ্রিদি
১৫ অক্টোবর ২০২৪ ২০:৪৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্লেয়ার ড্রাফট হয়ে গেল গতকাল। ড্রাফটের বাইরেও সেরা তারকাদের দলে ভেড়ানোর কাজ করে যাচ্ছে দলগুলো। এদিকে, পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে চুক্তি করেছে বিপিএলের দল চিটাগং কিংস।
চিটাগংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ‘বুমবুম’ আফ্রিদি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চিটাগং কিংস।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিটাগং কিংস লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে “বুম বুম” শহিদ আফ্রিদি আমাদের “ব্র্যান্ড অ্যাম্বাসাডর” হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি টি-টোয়েন্টি ক্রিকেটের বড় এক ব্র্যান্ড। বিপিএলেও অনেক ম্যাচ খেলেছেন তিনি। ২০১২ সালের প্রথম বিপিএলে ছিলেন তিনি। আফ্রিদি সর্বশেষ বিপিএল খেলেছেন ২০২২ সালে।
সব মিলিয়ে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে মোট ৪৫ ম্যাচ খেলেছেন আফ্রিদি। তাতে ৩৫ ইনিংস ব্যাটিং করে ১৫০.৯৮ স্ট্রাইক রেটে রান করেছেন ৫৩৯। বল হাতে উইকেট নিয়েছেন ৫৭টি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩২৯ ম্যাচে ৩৪৭টি উইকেট আফ্রিদির। রান করেছেন ৪৩৯৯।
সারাবাংলা/এসএইচএস