দক্ষিণ আফ্রিকা দল এখন বাংলাদেশে
১৬ অক্টোবর ২০২৪ ১৩:০৪
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এবারের বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দুটি ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকানরা। দলের সঙ্গে প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাও এসেছেন। চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না বাভুমা। দ্বিতীয় টেস্টে ফেরার কথা রয়েছে তার। সে হিসেবে মনে করা হচ্ছিল, বাভুমা হয়তো পরে আসবেন। কিন্তু দলের সঙ্গে চলে এসেছেন তিনি।
রাজনৈতিক অস্থিরতা কারণে দক্ষিণ আফ্রিকার এই সফরটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে প্রোটিয়া বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষকরা বাংলাদেশ সফর করে সন্তুষ্ট ছিলেন। আজ বাংলাদেশে এসেই পৌঁছুলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। প্রথম টেস্ট হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
২০১৫ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে দুই ম্যাচের দুটিই ড্র হয়েছিল। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও ১৪ টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এবার সেই বান্ধত্ব ঘুচানোর পালা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।
সারাবাংলা/এসএইচএস