বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম ১২ গোল
৭ জুন ২০১৮ ১৯:৫০ | আপডেট: ৮ জুন ২০১৮ ১২:৫৩
।। সারাবাংলা ডেস্ক ।।
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল কোনটি? কবে কিংবা কার বিপক্ষে হয়েছিল? এমন কৌতূহল আসতেই পারে। চলুন জেনে আসা যাক বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্রুততম ১২টি গোলের রেকর্ড:
১- হাকান সুকুর (১১ সেকেন্ড)
কোরিয়ার বিপক্ষে ২০০২ সালে ম্যাচের ১১ সেকেন্ডে গোল করেন তুরস্কের সাবেক স্ট্রাইকার হাকান সুকুর। যা ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল।
২- ভাসলাভ মাসেক (১৬ সেকেন্ড)
মেক্সিকোর বিপক্ষে ১৯৬২ সালে চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ভাসলাভ মাসেক গোল করেছিলেন ম্যাচের ১৬ সেকেন্ডে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম গোল।
৩- এরর্নেস্ত লেহনার (২৬ সেকেন্ড)
অস্ট্রিয়ার বিপক্ষে ১৯৩৪ সালে জার্মান সাবেক ফরোয়ার্ড এরর্নেস্ত লেহনার গোল করেন ম্যাচের ২৬ সেকেন্ডে। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম গোল।
৪- ব্রায়ান রবসন (২৭ সেকেন্ড)
ফ্রান্সের বিপক্ষে ১৯৮২ সালে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ব্রায়ান রবসন ম্যাচের ২৭ সেকেন্ডে গোল করেন। ফুটবল বিশ্বকাপে এটি চতুর্থ দ্রুততম গোল।
৫- ক্লিন্ট ডেম্পসি (৩২ সেকেন্ড)
ঘানার বিপক্ষে ২০১৪ সালে যুক্তরাস্ট্রের সাবেক ফরোয়ার্ড ক্লিন্ট ডেম্পসি ম্যাচের ৩২ সেকেন্ডে গোল করেন। যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে পঞ্চম দ্রুততম গোল।
৬- আর্নে নেইবার্গ (৩৬ সেকেন্ড)
হাঙ্গেরির বিপক্ষে ১৯৩৮ সালে ম্যাচের ৩৬ সেকেন্ডে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড আর্নে নেইবার্গ। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি ষষ্ট দ্রুততম গোল।
৭- এমিল ভেনান্ত (৩৫ সেকেন্ড)
বেলজিয়ামের বিপক্ষে ১৯৩৮ সালে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার এমিল ভেনান্ত গোল করেছিলেন ম্যাচের ৩৫ সেকেন্ড। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের দিক থেকে এটি সপ্তম।
৮- বেরনার্দ লাকোম্বে (৩৭ সেকেন্ড)
১৯৭৮ সালে ইতালির বিপক্ষে ম্যাচের ৩৭ সেকেন্ডে গোল করেছিলেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার বেরনার্দ লাকোম্বে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি অষ্টম দ্রুততম গোল।
৯- আদালবার্ত দেসু (৫০ সেকেন্ড)
১৯৩০ সালে পেরুর বিপক্ষে রোমানিয়ার ইনসাইড লেফট আদালবার্ত দেসু ম্যাচের ৫০ সেকেন্ডে গোল করেন। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের দিক নবম গোল এটি।
১০- ফ্লোরিয়ান আলবের্ত (৫০ সেকেন্ড)
১৯৬২ সালের বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের ৫০ সেকেন্ডে গোল করেন হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড ফ্লোরিয়ান আলবের্ত। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি দশম দ্রুততম গোল।
১১- চেলসো আয়ালা (৫৩ সেকেন্ড)
১৯৯৮ সালে নাইজেরিয়ার বিপক্ষে প্যারাগুয়ের সাবেক ডিফেন্ডার চেলসো আয়ালা ম্যাচের ৫৩ সেকেন্ডে গোল করেন। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে ১১তম দ্রুততম গোল এটি।
১২- পার্ক সেউং-জিন (৫৯ সেকেন্ড)
পর্তুগালের বিপক্ষে ১৯৯৮ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার রাইট হাফ পার্ক সেউং-জিন গোল করেছিলেন ম্যাচের ৫৯ সেকেন্ডে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বাদশ দ্রুততম গোল।
সারাবাংলা/এসএন