Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম ১২ গোল


৭ জুন ২০১৮ ১৯:৫০ | আপডেট: ৮ জুন ২০১৮ ১২:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল কোনটি? কবে কিংবা কার বিপক্ষে হয়েছিল? এমন কৌতূহল আসতেই পারে। চলুন জেনে আসা যাক বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্রুততম ১২টি গোলের রেকর্ড:

১- হাকান সুকুর (১১ সেকেন্ড)

কোরিয়ার বিপক্ষে ২০০২ সালে ম্যাচের ১১ সেকেন্ডে গোল করেন তুরস্কের সাবেক স্ট্রাইকার হাকান সুকুর। যা ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল।

 

২- ভাসলাভ মাসেক (১৬ সেকেন্ড)

মেক্সিকোর বিপক্ষে ১৯৬২ সালে চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ভাসলাভ মাসেক গোল করেছিলেন ম্যাচের ১৬ সেকেন্ডে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম গোল।

৩- এরর্নেস্ত লেহনার (২৬ সেকেন্ড)

বিজ্ঞাপন

অস্ট্রিয়ার বিপক্ষে ১৯৩৪ সালে জার্মান সাবেক ফরোয়ার্ড এরর্নেস্ত লেহনার গোল করেন ম্যাচের ২৬ সেকেন্ডে। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম গোল।

৪- ব্রায়ান রবসন (২৭ সেকেন্ড)

ফ্রান্সের বিপক্ষে ১৯৮২ সালে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ব্রায়ান রবসন ম্যাচের ২৭ সেকেন্ডে গোল করেন। ফুটবল বিশ্বকাপে এটি চতুর্থ দ্রুততম গোল।

৫- ক্লিন্ট ডেম্পসি (৩২ সেকেন্ড)

ঘানার বিপক্ষে ২০১৪ সালে যুক্তরাস্ট্রের সাবেক ফরোয়ার্ড ক্লিন্ট ডেম্পসি ম্যাচের ৩২ সেকেন্ডে গোল করেন। যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে পঞ্চম দ্রুততম গোল।

৬- আর্নে নেইবার্গ (৩৬ সেকেন্ড)

হাঙ্গেরির বিপক্ষে ১৯৩৮ সালে ম্যাচের ৩৬ সেকেন্ডে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড আর্নে নেইবার্গ। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি ষষ্ট দ্রুততম গোল।

৭- এমিল ভেনান্ত (৩৫ সেকেন্ড)

বেলজিয়ামের বিপক্ষে ১৯৩৮ সালে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার এমিল ভেনান্ত গোল করেছিলেন ম্যাচের ৩৫ সেকেন্ড। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের দিক থেকে এটি সপ্তম।

৮- বেরনার্দ লাকোম্বে (৩৭ সেকেন্ড)

১৯৭৮ সালে ইতালির বিপক্ষে ম্যাচের ৩৭ সেকেন্ডে গোল করেছিলেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার বেরনার্দ লাকোম্বে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি অষ্টম দ্রুততম গোল।

৯- আদালবার্ত দেসু (৫০ সেকেন্ড)

১৯৩০ সালে পেরুর বিপক্ষে রোমানিয়ার ইনসাইড লেফট আদালবার্ত দেসু ম্যাচের ৫০ সেকেন্ডে গোল করেন। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের দিক নবম গোল এটি।

১০- ফ্লোরিয়ান আলবের্ত (৫০ সেকেন্ড)

১৯৬২ সালের বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের ৫০ সেকেন্ডে গোল করেন হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড ফ্লোরিয়ান আলবের্ত। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটি দশম দ্রুততম গোল।

১১- চেলসো আয়ালা (৫৩ সেকেন্ড)

১৯৯৮ সালে নাইজেরিয়ার বিপক্ষে প্যারাগুয়ের সাবেক ডিফেন্ডার চেলসো আয়ালা ম্যাচের ৫৩ সেকেন্ডে গোল করেন। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে ১১তম দ্রুততম গোল এটি।

১২- পার্ক সেউং-জিন (৫৯ সেকেন্ড)

পর্তুগালের বিপক্ষে ১৯৯৮ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার রাইট হাফ পার্ক সেউং-জিন গোল করেছিলেন ম্যাচের ৫৯ সেকেন্ডে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বাদশ দ্রুততম গোল।

 

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর