Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহাগের অপসারণের দাবিতে সোচ্চার সাবেক ফুটবলাররা


৭ জুন ২০১৮ ১৯:৫৭ | আপডেট: ৭ জুন ২০১৮ ২০:০২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন বারের নির্বাচিত সহ-সভাপতি বাদল রায়কে ‘হুমকির’ প্রতিবাদে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের অপসারণ চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের সাবেক ফুটবলাররা।

বাফুফে ভবনের সামনে বিক্ষোভ শেষে বৃহস্পতিবার বিকালে দেশের ফুটবলে সর্বোচ্চ সংস্থার সভাপতি কাজী সালাউদ্দীন বরাবর একটি স্বারকলিপি প্রদান করেছে ফুটবলাররা।

বাদল রায়কে হুমকি প্রতিবাদে প্রথম থেকেই সোচ্চার ছিলেন সাবেক ফুটবলাররা। তারই ধারাবাহিকতায় এই স্বারকলিপি দিয়েছে তারা।

বিক্ষোভ সমাবেশে সাবেক ফুটবলাররা জানান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফুটবলার বাদল রায়কে ‘হুমকি’ দিয়ে আবু নাইম সোহাগ যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে আমরা বাংলাদেশের ফুটবল সমাজ কোনও ভাবেই মেনে নিবো না।

সোহাগের অপসারণ চেয়ে সাতদিনের আল্টিমেটাম দিয়েছে ফুটবলাররা। অনতিবলম্বে কঠোর আন্দোলনে নেমে যাওয়ার কথাও বলেছেন তারা।

এসময় সাবেক ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান খান বাবলু, গাফ্ফার, মোশাররফ বাদল, খন্দকার ওয়াসিম, শহীদ উদ্দীন আহমেদ সেলিম, মোহাম্মদ সালাউদ্দীন, একে সরকার, ধলু, আরমান মিয়া, পিন্টু, প্রতাপ চুন্নু, মনি, শামীম, পিন্টু, প্রতাপ শংকর হাজরাসহ আরও অনেকে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর