Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৩:২২

ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান, গতকাল পর্যন্ত এমন খবরই শোনা গেল। সাকিবকে রেখে কাল দলও ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আজ সকাল থেকে হঠাৎ দৃশ্যাপটের পরিবর্তন! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

গতকাল দল ঘোষণার পর নির্বাচক হান্নান সরকার এক ভিডিও বার্তায় বলেছেন, সাকিবের মতো কিংবদন্তিকে এভাবে ঘটা করে বিদায় দিতে পারাটা বাংলাদেশের ক্রিকেটের বড় অর্জন। রাতে জানা যায়, বাংলাদেশে আসার বিমান ধরেছেন সাকিব।

বিজ্ঞাপন

দুবাইয়ের ট্রানজিট শেষে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে পা রাখার কথা ছিল সাকিবের। কিন্তু দুবাই থেকে সাকিব শেষ পর্যন্ত বাংলাদেশগামী বিমানে চড়ে বসবেন কিনা তা নিয়ে শঙ্কা। এখন পর্যন্ত দুবাইতেই অবস্থান করছেন তিনি। বিকেল ৫টায় বাংলাদেশের ফ্লাইটে উঠার কথা তার।

সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, সরকারের উচ্চ পর্যায় থেকে সাকিবকে আপাতত বাংলাদেশের বিমান ধরতে মানা করা হয়েছে। সরকারের সবুজ সংকেত পেলে তবেই দেশের বিমান ধরতে বলা হয়েছে সাকিবকে।

এদিকে, দেশের একটি গণমাধ্যমকে সাকিব আল হাসান জানিয়েছেন, তার ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে আপাতত হয়ত তার দেশে ফেরা হচ্ছে না।

শেষ পর্যন্ত যদি সাকিবকে দেশে ফেরার ব্যাপারে সবুজ সংকেত না দেওয়া হয় তবে ভারতের বিপক্ষে কানপুর টেস্টাই হয়তো তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকবে। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা হয়ত আর পুরণ হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারের।

বিজ্ঞাপন

ভারত সফরের মাঝপথে অবসরের ঘোষণা দিয়ে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু দেশে ফিরে টেস্ট খেলে আবারও পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন তিনি। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের নামে একটি হত্যা মামলা হয়েছে।

এদিকে, প্রথমে নেতিবাচক কথা বলা হলেও সাকিব এক ফেসবুক পোস্টে ছাত্র-জনতা আন্দলে তার অবস্থান পরিস্কার করার পর বিসিবি ও সরকারের পক্ষ থেকে তার দেশে ফিরে শেষ টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক কথা বলা হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানান, সাকিবের দেশে আসা ও ফেরত যাওয়ায় কোন বাঁধা নেই। তার নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।

কাল সাকিবকে রেখে দলও ঘোষণা করা হয়। ফলে সবকিছু সাকিবের ইচ্ছা পূরণের পক্ষেই কথা বলছিল। কিন্তু সকালে দেখা গেল ভিন্ন দৃশ্য।

সাকিবের দেশে ফেরা ঠেকাতে মিরপুর স্টেডিয়ামের আশে পাশে বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবের দেশে ফেরা ঠেকাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইভেন্ট খোলা হয়েছে। আজ সাকিবকে দলে রাখার বিরোধীতা করে বিসিবিতে একটি স্মারকলিপি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

সাকিবের দেশে ফেরা শেষ মুহূর্তে বাঁধাগ্রস্ত হতে এসব কর্মসূচির বড় ভূমিকা থাকতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পক্ষই বিষয়টি নিয়ে মন্তব্য করেনি।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর