Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬ রানে অলআউট: যে কারণে ভারতের এমন ‘পতন’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৪ ১৩:৪৫

উড়ন্ত ভারত যেন আকাশ থেকে ধপ করে মাটিতে আছড়ে পড়ল! কদিন আগে ঘরের মাঠে টেস্টে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে। ব্যাটিং তাণ্ডব দেখিয়ে ম্যাচ জিতেছে আড়াই দিনেরও কম সময়ে। মাত্র ৩ ওভারে দলীয় ৫০ রান পূর্ণ করার রেকর্ড গড়েছিল ভারত। সেই ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতেই কাল গুটিয়ে গেছে মাত্র ৪৬ রানে!

অতীতে টেস্টে অতো কম রানে কখনোই গুটিয়ে যায়নি ভারত। শুধু ভারতের মাটিতে নয়, এশিয়ায় টেস্টে এই প্রথম পঞ্চাশের আগে অলআউট হলো কোনো দল। কাল ভারতের প্রথম আট ব্যাটারের পাঁচজনই আউট হয়েছেন শূন্য রানে। টেস্টে এমন ঘটনা ঘটল ১৩৬ বছর পর। এমন বহু লজ্জার রেকর্ড কাল গড়েছে ভারতীয়রা।

বিজ্ঞাপন

ক্রিকেটের অন্যতম সেরা প্রতাপশালী দলের এভাবে ধসে পরার কারণ কি? ভারতের অধিনায়ক রোহিত শর্মা বললেন, উইকেট চিনতে ভুল করেছেন তারা।

ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘এই পিচে পেসাররা সাহায্য পেয়েছে। আমরা বুঝতে পারিনি যে এমনটা হতে পারে। ভেবেছিলাম প্রথম সেশনের পর পেসাররা সাহায্য পাবে না। পিচে ঘাসও ছিল না বেশি। তাতেও আমরা মাত্র ৪৬ রানে আউট হয়ে গিয়েছি। আমাদের যে শট নির্বাচন ঠিক ছিল না এটা বোঝাই যাচ্ছে। খুব খারাপ একটা দিন গেল। অনেক সময় কিছু একটা করার ইচ্ছা থাকলেও আপনি করতে পারেন না। আজ সে রকমই একটা দিন।’

ভারতের দশ উইকেটের দশটিই নিয়েছেন নিউজিল্যান্ডের পেসাররা। অথচ এই টেস্টে মাত্র দুজন পেসার নিয়ে খেলতে নেমেছে ভারত, একাদশে স্পিনার তিনজন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া নিয়েও বড় প্রশ্ন উঠছে।

রোহিত বলেন, ‘আমিই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের পিচ বুঝতে ভুল হয়েছে। ভেবেছিলাম পাটা উইকেট হবে। ভাল করে পিচ পড়তে পারিনি। অধিনায়ক হিসাবে ৪৬ রানের স্কোরটা দেখতেও খারাপ লাগছে। কারণ টসে আমিই গিয়েছিলাম। তবে বছরে একবার-দু’বার খারাপ সিদ্ধান্ত নিলে এত চাপে পড়ার কিছু নেই। পিচ সাদামাটা হবে ভেবেই কুলদীপকে (যাদব) নেওয়া হয়েছিল, কারণ ফ্ল্যাট পিচে সে উইকেট নিতে দক্ষ।’

বিজ্ঞাপন

ভারতকে মাত্র ৪৬ রানে গুটিয়ে দিয়ে কাল ৩ উইকেটে ১৮০ রান তুলে দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ৪০২ রানে গিয়ে। অর্থাৎ ভারত দ্বিতীয় ইনিংস শুরু করবে ৩৫৬ রানের বোঝা মাথায় নিয়ে।

সারাবাংলা/এসএইচএস

রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর