Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের মিরপুর টেস্টে না থাকাকে ‘দুর্ভাগ্যজনক’ বললেন নাজমুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৪ ১৮:১২

সাকিব আল হাসানকে নিয়ে মিরপুর টেস্টের দল ঘোষণা হলেও ম্যাচটা খেলা হচ্ছে না তার। এই ম্যাচ সাকিবের শেষ টেস্ট হওয়ার কথা ছিল। বাংলাদেশ দলের পক্ষ থেকে সেভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে জানা যায়, বিষয়টি আর হচ্ছে না। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন।

তবে দেশের মাটিতে খেলে সাকিবের বিদায় নেওয়ার সম্ভবনা শেষ হয়ে গেল, এমনটা মানতে নারাজ শান্ত। ভবিষ্যতে সাকিব বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাক এমন প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের।

বিজ্ঞাপন

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে থাকল সাকিব প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘অবসর তো নেন নাই…তাহলে তো আশা করতেই পারি (দেশে খেলে টেস্ট থেকে বিদায়)।’

সাকিবের বিদায়ী টেস্ট উপলক্ষ্যে দলের প্রস্তুতি ছিল বলেছেন শান্ত, ‘এটা তো পরিকল্পনাতে (বিদায়ী সংবর্ধনা) ছিলই। আমার মনে হয়, বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন (সাকিব)। শুধু বাংলাদেশের বলব না, বিশ্বের সেরাদের একজন। খুবই দুর্ভাগ্যজনক, যেকোনো কারণেই হোক…হচ্ছে না (বিদায়ী সংবর্ধনা)। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি ও আমাদের প্রতিটি ক্রিকেটার অনুভব করে যে এটা পেন্ডিংই (স্থগিত) থেকে গেল।’

‘আসলে যত কথাই বলব এখান থেকে, কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ, আমরা সবাই জানি, কেন উনি আসতে পারছেন না।’- যোগ করেছেন শান্ত।

বিষয়টিকে কিভাবে দেখছেন, এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক…এটা (সাকিবের মিরপুর টেস্ট খেলতে পারা) হওয়া উচিত ছিল। তবে আমরা সবাই জানি, কেন হয়নি।’

বিজ্ঞাপন

তবে এসবকে একপাশে রেখে এখন সব মনোযোগ ক্রিকেটে দেওয়ার চেষ্টা বাংলাদেশ দলের। নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উনি যদি এখান থেকে শেষ করতে পারতেন, খুব ভালো হতো। তবে আগামীকাল একটা টেস্ট ম্যাচ শুরু হবে। ফোকাসটা পরবর্তী সময়ে ওই জায়গায় আনা হয়েছে যে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর