Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ধসের পরও তাইজুল ঘূর্ণিতে লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৭:২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের। তবে ব্যাটিং ধসের পরও লড়াই ভালোভাবেই টিকে থাকল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পরে ব্যাটিং করতে নামলে রীতিমতো স্পিন বিষ ঢেলেছেন তাইজুল ইসলাম। তাইজুলের স্পিনে ৬ উইকেটে ১৪০ রান তুলে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

অর্থাৎ প্রথম দিন শেষে ৩৪ রানে এগিয়ে সফরকারীরা। হাতে আছে আর চার উইকেট। কাল সকাল সকাল উইকেট তুলে নিতে পারলে নাগালের মধ্যেই রাখা যাবে সফরকারীদের। আজ দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৬ উইকেটের পাঁচটিই নিয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১০৬ রানের জবাব দিতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারে হাসান মাহমুদের বলে ওপেনার এইডেন মার্করাম ফিরেছেন। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছিলেন টনি দে জর্জি ও ট্রিস্টিয়ান স্টাবস।

দলীয় ৫০ রানের মাথায় ২৭ বলে ২৩ রান করা ট্রিস্টিয়ান স্টাবসকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাইজুল ইসলাম। তারপর তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন সফরকারীরা। তিনে নামা ডেভিড বেডিংহ্যামকে বেশিক্ষণ টিকে দেননি তাইজুল। সাদমান ইসলামের কল্যাণে একবার ‘জীবন’ পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি প্রোটিয়া তারকা। তাইজুলের টার্ন বল তার ব্যাটের কানায় লেগে জমা পরে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

ডি জার্জি বেশ দারুণ ব্যাটিং করছিলেন। তবে সফরকারীদের দলীয় শতরান পূর্ণ হওয়ার পর তাকে ফিরে স্বস্তি বাড়িয়েছেন তাইজুল। তাইজুলের টার্ন বল সামলাতে পারেননি ডি জর্জি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট লেগে দাঁড়ানো মাহমুদুল হাসানের হাতে। ৭০ বলে ৪টি চারের সাহায্যে ৩০ রান করে ফিরেছেন জর্জি।

বিজ্ঞাপন

একই ওভারে ম্যাথিউ ব্রিটজকিকেও ফিরিয়ে বাংলাদেশকে শক্তভাবে ম্যাচে ফিরিয়ে আনেন তাইজুল। তাইজুলের বল টার্ন করবে ভেবে ছেড়ে দেন ব্রিটজকিক। কিন্তু বল সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। খানিক বাদে রায়ান রিকল্টনকেও ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। তাইজুলের স্পিন করা বল রিকল্টনের ব্যাটের কানায় লেগে জমে পরে উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ৪৯ বলে ২৭ রান করে ফিরেছেন প্রোটিয়া মিডিল অর্ডার ব্যাটার।

শেষ বিকেলে এরপর আর বিপদ হতে দেননি কাইল ভেরেইন ও উইয়ান মুল্ডার। শেষ বিকেলে দুজনের অবিচ্ছিন্ন জুটিটি ছিল ৩২ রানের। দিন শেষে ভেরেইনে ১৮ ও মুল্ডার ১৭ রানে অপরাজিত। তাইজুল আজ ১৫ ওভারে ৪৯ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন টেস্টে বাংলাদেশের একমাত্র পেসার হাসান মাহমুদ।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। টপাটপ উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশি ব্যাটাররা। তার মধ্যে ৯৭ বলে ৩০ রান করা মাহমুদুল হাসান জয়ই সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন তাইজুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন
সর্বশেষ

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
২১ অক্টোবর ২০২৪ ১৭:১০

সম্পর্কিত খবর