সকালে বাংলাদেশের ওপর চাপ বাড়াল দক্ষিণ আফ্রিকা
২২ অক্টোবর ২০২৪ ১০:৫৬
গতকাল টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে রেখে মাত্র ৩৪ রানে এগিয়ে ছিল সফরকারীরা। এমন অবস্থায় আজ টেস্টের দ্বিতীয় দিনে সকাল সকাল উইকেট নিতে পারলে বড় চাপে পড়ত দক্ষিণ আফ্রিকা। গতকাল পিচে যেভাবেটা টপাটপ উইকেট পড়েছে তাতে সেই সম্ভবনা ছিলও। কিন্তু হলো তার উল্টোটা।
মিরপুর টেস্টে আজ সকালে উইকেট বের করতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। উল্টো দুই অপরাজিত ব্যাটার কাইল ভেরেইন ও উইয়ান মুল্ডার দারুণ একটা জুটি গড়ে বাংলাদেশের লিড বাড়িয়ে যাচ্ছেন।
সপ্তম উইকেটে এখন পর্যন্ত দুজনের অবিচ্ছিন্ন জুটি ৯১ রানের। ৩৯ রানে ব্যাট করছেন মুল্ডার। তার সঙ্গে কাইল ভেরেইন অপরাজিত ৫৫ রানে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কাল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা ছিল হতশ্রী। শুরু থেকেই টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। অবশ্য কাল দক্ষিণ আফ্রিকাকেও ব্যাটিংয়ে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ।
তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশেহারা ছিলেন সফরকারীরা। তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ১৪০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়ারা। কিন্তু আজ সকালে বাংলাদেশের সামনে চাপ বাড়িয়ে নিল দক্ষিণ আফ্রিকা।
সারাবাংলা/এসএইচএস