Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানের লিড দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১৯:৩৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৬ রানে। পরে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে তুলেছে ৩০৮ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ২০২ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসটাও প্রত্যাশামাফিক এগিয়ে নিতে ব্যর্থ। তবে স্বাগতিকদের লক্ষ্য ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২০০ রানের লিড দাঁড় করানো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ৩ উইকেটে ১০১ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শুরুতেও বিপদে পরেছিল স্বাগতিকরা। ৪ রানে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৪৯ রানে পরে তৃতীয় উইকেট। সেখান থেকে শেষ বিকেলে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার হাসান মাহমুদ। নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে হাসান বললেন, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব (জিততে) ইনশাআল্লাহ।’

২০০ রানের লিড মানে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে তুলতে হবে সব মিলিয়ে চারশর বেশি রান। প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়া দল দ্বিতীয় ইনিংসে চারশ রান তুলতে পরবে?

হাসান মাহমুদ বলছেন সম্ভব, ‘তিন সেশন ব্যাট করা সম্ভব। করতে পারলে চারশোর কাছাকাছি যেতে পারব। জয়-মুশি অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব।’

বিজ্ঞাপন

ব্যাটারদের জুটি গড়ার দিকে বাড়তি মনোযোগী হওয়ার পরামর্শও দিয়ে গেলেন তরুণ পেসার, ‘আউট হওয়াটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমি বলব যে আরও মনোযোগ দিয়ে ব্যাট করা, যতটুকু সম্ভব সেট হয়ে ব্যাটিং করাটা (গুরুত্বপূর্ণ)। মন থেকে বিশ্বাস করি আমরা আবার একটা সময় ঘুরে দাঁড়াব। চিন্তা করি এর পরের দিন ভালো হবে। নিজেদের ব্যাটাররা ভালো খেলার আশা সবারই, স্কোর করব, সবাই মিলে একটা রান দাঁড় করাব। যেটাতে আমরা ম্যাচ জিততে পারব। এভাবে চিন্তা করে আগানো উচিত।’

সারাবাংলা/এসএইচএস

হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর