Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেইমারের জন্য রিয়ালের দুয়ার সবসময় খোলা’


৮ জুন ২০১৮ ১৫:৫৪ | আপডেট: ৮ জুন ২০১৮ ১৬:২০

।। সারাবাংলা ডেস্ক ।।

সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। কিন্তু এতেও থেমে নেই প্রশ্ন। এরই মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদে না থাকার গুঞ্জন সঙ্গে নেইমারের সাদা শিবিরে যোগদানের গুঞ্জন একই বিন্দুতে মিলিত হয়েছে। ফুটবল সমর্থক বা রিপোর্টার সবারই নজর নেইমার আর রোনালদোকে ঘিরে।

এরই মাঝে নেইমারের সতীর্থ মার্সেলো গণমাধ্যমকে জানালেন এই তাজা বিষয়টি নিয়ে। খোলাশাও করলেন হালকা করে। সাম্প্রতিক ইস্যুসহ ব্যালন ডি অর নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। নেইমারকে মাদ্রিদ শিবিরে দেখতে চান মার্সেলো।

তিনি বলেন, রোনালদো রিয়াল মাদ্রিদকে ওন করে না। এর কারণে এই না যে, রোনালদো থাকলে নেইমার আসতে পারবে না। তার পথ সবসময়ই খোলা।

আমি মনে করি, পৃথিবীর সেরা ফুটবলারদের রিয়াল মাদ্রিদে খেলা উচিত। আমি এর আগে দুই-তিন বছর ধরে বলে আসছি একদিন নেইমার রিয়ালে খেলবে।’

এবারের ব্যালন ডি ওর কে নিয়েও নিজের মতামত জানালেন সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী মার্সেলো।

‘আমি বুঝিনা ফিফা কিভাবে ১১ জন বেস্ট খেলোয়াড় বের করে। কিভাবে সম্ভব বুঝিনা। তবে আমার কাছে সন্দেহতীতভাবে রোনালদো বেস্ট মনে হয়।’

সারাবাংলা/জেএইচ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর