সকালের ধাক্কা কাটিয়ে মিরাজ-জাকিরের প্রতিরোধ
২৩ অক্টোবর ২০২৪ ১২:৩২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে আজকের সকালটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। গতকাল শেষ বিকেলে দারুণ খেলতে থাকা দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়কে সকাল সকাল হারায় বাংলাদেশ। তাদের সঙ্গে ফিরেছেন লিটন দাসও। তবে সেই হতাশা কাটিয়ে দারুণ একটা প্রতিরোধ গড়ে তুলেছেন মেহেদি হাসান মিরাজ ও জাকির আলী অনিক।
সকালে দ্রুত তিন উইকেট হারানোর পর দুজনের প্রতিরোধে লাঞ্চের আগ পর্যন্ত আর বিপদ হয়নি বাংলাদেশের। ৬ উইকেটে ২০১ রান তুলে লাঞ্চে গেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ তখন ৫৫ রানে অপরাজিত। তার সঙ্গে ৩০ রানে অপরাজিত জাকির।
এই দুজনে বাংলাদেশের ইনিংস হার এড়ানো মোটামুটি নিশ্চিত হলো। দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ আর মাত্র ১ রানে পিছিয়ে।
বুধবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের খেলা শুরুর সময় মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৩১ রানে, মাহমুদুল হাসান জয় অপরাজিত ছিলেন ৩৮ রানে। দিনের পঞ্চম ওভারে ১ বলের ব্যবধানে দুজনকেই ফিরিয়ে দেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
রাবাদাকে জায়গায় দাঁড়িয়ে স্লান্স করতে চেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো ডেভিড বেডিংহ্যামের হাতে। ৯২ বলে ৫টি চারে ৪০ রানে থামে জয়ের ইনিংস। এক বল পর রাবাদার ভেতরে ঢোকা বল সামলাতে পারেননি মুশফিকুর রহিম। সরাসরি বোল্ড হওয়ার আগে ৪৯ বলে ২টি চার ১টি ছয়ে করেছেন ২৩ রান।
দুই ওভার পর লিটন দাসকেও ফিরিয়ে বাংলাদেশের প্রতিরোধে বড় ধাক্কা দেন কেশভ মহারাজ। মহারাজের স্পিন বলে ডিফেন্স খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু ব্যাট ঠিকভাবে নিতে পারেননি। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাফসে। ৭ রান করে আউট হন লিটন।
এরপর থেকে জাকির আলীকে নিয়ে মিরাজের প্রতিরোধ। অনেকদিন যাবত বোলিংয়ের পাশাপাশি দলের হয়ে ব্যাট হাতেও অবদান রাখছেন মিরাজ। আজও বিপদের সময় হাল ধরল মিরাজের ব্যাট। টেস্টের তৃতীয় দিনের পিচে দক্ষিণ আফ্রিকান বোলিং আক্রমণকে দারুণভাবে সামলে এগুচ্ছেন তিনি।
অভিষিক্ত জাকির আলী প্রথম ইনিংসে রান পাননি। তবে দ্বিতীয় ইনিংসে তিনিও বেশ ভালো ব্যাটিং করে চলেছেন। লাঞ্চ বিরতির আগে দুজনের অবিচ্ছিন্ন জুটি এগিয়েছে ৮৯ রানে।
সারাবাংলা/এসএইচএস