‘মেসির যেন বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়’
৮ জুন ২০১৮ ১৫:৫৭
।।সারাবাংলা ডেস্ক।।
গাব্রিয়াল মার্কাডো ত্রিশোর্ধ্ব বয়স পেরিয়েছেন ঠিক তবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো। স্প্যানিশ দল সেভিয়াতে খেলা এই ফুটবলারকে ভালো পারফরমেন্স নজরে এসেছে আকাশী-নীলদের নিয়ে হাজারো পরীক্ষা নিরীক্ষা চালানো হোর্হে সাম্পাওলি। মার্কাডোর মধ্যেই সেই উত্তেজনাও ভরপুর।
তিনি বিশ্বকাপে ফ্যাবারিট হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বেছে নিয়েছেন। আর মেসিকে আর্জেন্টিনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।
মার্কাকে দেয়া সাক্ষাতকারে তিনি জানালেন এসব কথা। ইনজুরিতে বহুদিন ভোগা নিয়ে জানালেন তিনি, ‘সেভিয়াতে সবসময় ফিট থাকতে হয়। ধারাবাহিক ম্যাচ থাকে। বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। এখানে পুরো ফিট হিসেবেই খেলতে চাই। শেষ কোপায়ও খেলেছি। আমরা কোপা মিস করেছি এবার বিশ্বকাপ মিস করতে চাইনা।’
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপটি ভয়ংকর এবং কঠিন উল্লেখ করে তিনি বলেন, গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা তিনটা কঠিন ম্যাচের মধ্যে দিয়ে যাবো। এবং এই ম্যাচগুলো বলে দিবে আমরা কতদূর যেতে পারি। আমরা যদি প্রথম হই গ্রুপে আর ফ্রান্সের সঙ্গে দেখা না হয় তাহলে বিশ্বকাপে জয়ের ভালো সুযোগ আছে।’
রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল নিয়েও মত দিয়েছেন এই আর্জেন্টাইন, ‘ব্রাজিল, জার্মানী এবং স্পেন আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়। ফ্রান্সও আর্জেন্টিনার সাথে শক্তিশালী। এই দলগুলোর মধ্যেই সবচেয়ে বড় বিটটা হবে। আমার মনে হয়, এদেরই কেউ বিশ্বকাপ জিতবে।’
সাথে আলবেস্তেলেতে মেসির অবদান ও স্বপ্নের কথাও জানাতে ভুললেন না তিনি। মার্কাডো জানান, লিও অনেক গুরুত্বপূর্ণ। সে যেই দলেই যাবে সেই দলই ভয়ংকর হবে। এবং বিপক্ষ দলের সবাই তাকে থামানোর চেষ্টা করে। এটা আমাদের জন্য একদিক থেকে উপকার। আবার মেসিও জানে এমন প্রতিকূল অবস্থায় কিভাবে বের হয়ে আসতে হয়।’
‘মেসি বিশ্বকাপ না জিতলে ম্যারাডোনা বা পেলের সঙ্গে তুলনা হবে না’ এমন চিন্তার বিষয়ে আপনার মতামত কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলবো, সে প্রমাণ করেছে যে সেই সর্বকালের সেরা ফুটবলার এবং আমি ফুটবলের ইতিহাসে ফিরে যেতে পারবো না কিন্তু লিও আমার সেরা বাছাইয়ের জন্য সহজ অপশন। আশা করি, সে তার স্বপ্ন পূরণ করুক এবং একই সাথে আমারও।
সারাবাংলা/জেএইচ