এখন জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
২৩ অক্টোবর ২০২৪ ২০:১১
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানে পিছিয়ে পরা বাংলাদেশ কাল শেষ বিকেলে ভালো ব্যাটিং করলেও আজ সকালে রীতিমতো খাদের কিনারায় পরে গিয়েছিল। আগের দিনে দারুণ ব্যাটিং করে অপরাজিত থাকা দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়ের সঙ্গে সকাল সকাল ফিরেছেন লিটন দাসও।
বাংলাদেশের যখন ষষ্ঠ উইকেট পরল তখনও প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। সেই বাংলাদেশ এখন জয়ের স্বপ্ন দেখছে! বাস্তবতা বলছে, বাংলাদেশের জয় সহজ নয়। তবে স্বাগতিকদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কথা, এমন কঠিন সমীকরণ মিলিয়ে অতীতে অনেক ম্যাচই জিতেছে বাংলাদেশ।
ইনিংস হারের মুখ থেকে বাংলাদেশকে টেনেছেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী। দুজনের সপ্তম উইকেট জুটিটি ছিল ১৩৮ রানে। জাকের ফিরলেও মেহেদি মিরাজ সেঞ্চুরির সম্ভবনা নিয়ে এখনো অপরাজিত। মিরাজেই স্বপ্ন দেখছেন মুশতাক আহমেদ।
টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৮১ রানের লিড দাঁড় করিয়েছে বাংলাদেশ। মিরাজের সঙ্গে শেষের ব্যাটাররা সঙ্গ দিয়ে এই লিডটা ২০০ পর্যন্ত নিক বাংলাদেশ, যেটা ম্যাচ জয়ে যথেষ্ট হবে- এমনটা প্রত্যাশা মুশতাক আহমেদের।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে বলব আমাদের বিশ্বাস রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস আছে। যখন বিশ্বাস থাকে যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারবেন। আমাদের যতটা বেশি সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে হবে। নিয়মিত রান বাড়াতে হবে। লিড যতটা বড় করা যায় করতে হবে।’
লিডটা ২০০ পেরিয়ে নেওয়ার বিশ্বাসও আছে মুশতাকের। বলেছেন, ‘এই বিশ্বাস আছে (দুইশোর বেশি লিড দেওয়া)। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করেছে। ক্রিকেটে আপনাকে যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে। আমরা ফলের কথা না ভেবে লড়াই ও প্রক্রিয়া ঠিক রাখব। বিশ্বাস থাকলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করা যায়।’
কাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। জয়ের লক্ষ্য নিয়ে এগুলে প্রতিপক্ষও সমীহ করবে বলেছেন মুশতাক, ‘কেন নয় (জেতা)। আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া ঠিক রাখা ও হাল ছেড়ে না দেওয়া। যখন আপনি হাল ছাড়বেন না, প্রতিপক্ষ আপনাকে সমীহ করা শুরু করবে।’
সারাবাংলা/এসএইচএস