Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজের সেঞ্চুরি মিসের আক্ষেপ, সকাল সকাল গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১০:৩৫

সকাল সকাল নাঈম হাসান ও তাইজুল ইসলাম ফিরে গেলে সেঞ্চুরির মুখে থাকা মেহেদি হাসান মিরাজ একটু তাড়াহুড়াই করছিলেন। সেটাই স্বাভাবিক, কারণ ক্রিজে তখন দশম উইকেট জুটি। শেষ পর্যন্ত সেঞ্চুরি পেলেন না মিরাজ। কাগিসো রাবাদার শর্ট অফ লেংথে করা ডেলিভারিটাকে র‌্যাম্প শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন। মিরাজের দুর্দান্ত ইনিংসটার সমাপ্তি ঘটেছে ৯৭ রানে।

বাংলাদেশও গুটিয়ে গেছে সেখানেই। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ পর্যন্ত গুটিয়ে গেল ৩০৭ রানে। আজ ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। সকালে বাংলাদেশের তিন উইকেটের দুটিই তুলে নিয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

বিজ্ঞাপন

দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ১০৬ রানের লিড দাঁড় করাতে পারল বাংলাদেশ। মিরপুরের পিচ যেমন আচরণ করছে তাতে এই রান নিয়ে জয়ের স্বপ্ন দেখা কঠিন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৮৭ রানে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে নাঈম হাসান ছিলেন ১৬ রানে। সকালে নতুন বলে বাংলাদেশের লেজের প্রতিরোধ নিমিষেই ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।

দিনের প্রথম ওভারেই নাঈম হাসানকে ফেরান রাবাদা। রাবাদার নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়েছেন নাঈম। খানিক বাদে তাউজুল ইসলামও ফিরলে চাপ বারে মিরাজের ওপর। তরুণ অলরাউন্ডার তখন নব্বইয়ের ঘরে। সেই চাপ কাটিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি মিরাজ।

রাবাদার বলে স্লিপে ক্যাচ হওয়ার আগে ১৯১ বলে ৯৭ রান করেছেন মিরাজ। এই ইনিংস খেলতে চার মেরেছেন ১০টি, ছক্কা ১টি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নিয়েছেন রাবাদা। আর তিন উইকেট নিয়েছেন স্পিনার কেশভ মহারাজ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মিরপুর  টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে তুলেছিল ৩০৮ রান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর