লানজিনিকে বিশ্বকাপে পাচ্ছে না আর্জেন্টিনা
৮ জুন ২০১৮ ১৭:০৪ | আপডেট: ৯ জুন ২০১৮ ১২:১৩
।। সারাবাংলা ডেস্ক ।।
ইনজুরিতে পড়ে রাশিয়া যেতে পারছেন না আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি। ২৩ সদস্যের চূড়ান্ত দলে থাকলেও অনুশীলনের সময় হাঁটুর লিগামেন্টের চোটের কারণে ছিটকে গেলেন ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় সাত-আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
এর আগে গত ২১ মে (সোমবার) রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। ২৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ইন্টার মিলান স্ট্রাইকার মাউলো ইকার্দি। এবার দলের মিডফিল্ডার লানজিনিকে ছাড়াই রাশিয়ায় যেতে হবে দুইবারের চ্যাম্পিয়নদের।
[PARTE MÉDICO] Manuel Lanzini sufrió, en el entrenamiento matutino de hoy, la rotura del ligamento cruzado anterior de su rodilla derecha. pic.twitter.com/lmYEVr5YaV
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) June 8, 2018
এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে ওয়েস্ট হ্যামের হয়ে ২৭ ম্যাচে ৫ গোল করেছিলেন ২৭ বছর বয়সী লানজিনি। তবে তার বদলে চূড়ান্ত দলে কাকে রাখা হচ্ছে, তা এখনো জানানো হয়নি।
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’ তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
সারাবাংলা/এসএন/এএম