Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনকে বাইরে রেখে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ২২:৪৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ০৩:৫৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে পরিবর্তন একটি। নেই তাসকিন আহমেদ।

তাসকিনকে বিশ্রামে রেখে আরেক পেসার খালেদ আহমেদকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এর বাইরে আর কোনো পরিবর্তন নেই।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুর টেস্টে স্পিন নির্ভর একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। তিন স্পিনারের সঙ্গে একাদশে পেসার ছিলেন মাত্র একজন- হাসান মাহমুদ। চট্টগ্রামেও যে স্পিন নির্ভর একাদশ দেখা যাবে সেটা স্কোয়াড দেখেই বুঝা যাচ্ছে!

আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর